সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


হিলিতে পাতা পেঁয়াজের কেজি ২০ টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরবরাহ বাড়ায় হিলিতে পাতা পেঁয়াজের দাম কমেছে। তিন দিনের ব্যবধানে প্রায় অর্ধেকে নেমেছে পেঁয়াজের দাম। গত তিনদিন আগে যে পাতা পেঁয়াজ ছিল ৪০ থেকে ৪৫ টাকা সে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি। দাম কমায় বেচাবিক্রি ও বেড়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) হিলি কাঁচা বাজারের দোকানগুলোতে দেখা যায়, প্রতিটা দোকানে থরে থরে সাজানো পাতা পেঁয়াজ। নতুন পাতা পেঁয়াজ সরবরাহ বেশি হওয়ায় কমতে শুরু করেছে পাতা পেঁয়াজের দাম। নতুন পাতা পেঁয়াজের দাম কমার খবরে বেশি করে কিনছে ক্রেতারা। তাই ভারতীয় আমদানি করা পেঁয়াজের দামও কমেছে।

পেঁয়াজ কিনতে আসা কয়েকজন জানান,গত সপ্তাহের চেয়ে আজকে অনেকটাই পাতা পেঁয়াজের দাম কমে গেছে এবং পাতা পিয়াজ তরকারিতে খেতে খুব সুস্বাদু লাগে। তাই তারা পাতা পেঁয়াজ কিনেছে।

পেঁয়াজ বিক্রেতা কয়েকজন জানান, গত সপ্তাহ থেকে বাজারে উঠতে শুরু করেছে পাতা পেঁয়াজ, নতুন পাতা পেঁয়াজ বাজারে আসার খবর শুনে ক্রেতারা খুশিতে বেশি করে কিনছে। প্রথম দিকে বাজারে পাতা পেঁয়াজের দাম একটু বেশি থাকলেও এখন তা অনেকটা কমে গেছে।

তারা জানান, গত সপ্তাহে যে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকা দরে, আজকে সে পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ২০ টাকা দরে। নতুন পাতা পেঁয়াজের দাম কমাতে ক্রেতারাও বেশি করে কিনছে বলে জানান বিক্রেতারা।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ