আওয়ার ইসলাম ডেস্ক: ‘আমরা রাসূলুল্লাহ সা. এর আদর্শ ও সুন্নাহ অনুসরণ থেকে দূরে সরে গেছি। এজন্য চতুর্দিকে আমরা লাঞ্চণার শিকার হচ্ছি। আমাদের হিত গৌরব পুনরুদ্ধারে রাসূলের আদর্শের বাস্তবায়ন জীবনের প্রতিটি ক্ষেত্রে ঘটাতে হব ‘ বলে মন্তব্য করেছেন আল্লামা শায়েখ জিয়া উদ্দীন ।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত " সীরাতুন্নবী সা. কনফারেন্সে" প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
(মঙ্গলবার) দুপুর ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত, মৌলভীবাজার জেলা শহরস্থ 'রুমেল কমিউনিটি সেন্টারে' অনুষ্ঠিত হয়।
জেলা জমিয়তের মুহতারাম সভাপতি মাওলানা বদরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য পেশ করেন- জেলা জমিয়তের মুহতারাম সাধারণ সম্পাদক ও কনফারেন্স বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা জামিল আহমদ আনসারী। কুরআনে কারীমের তিলাওয়াত করেন- ছাত্র জমিয়ত কর্মী হাফিজ ফাহিম আহমদ।
প্রধান অতিথির বক্তব্য পেশ করেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, মুফাক্কিরে ইসলাম আল্লামা শায়খ জিয়া উদ্দীন হাফিযাহুল্লাহ।
প্রধান মেহমান হিসেবে নসিহত পেশ করেন- মৌলভীবাজার জেলা জমিয়তের মুহতারাম প্রধান উপদেষ্টা, আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক, পীর সাহেব বরুনা।
প্রধান বক্তার বক্তব্য পেশ করেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।
বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ আল্লামা আব্দুর রব ইউসুফী, কেন্দ্রীয় সহ-সভাপতি, শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আফজাল হুসাইন রহমানী, মাওলানা মুফতি নাছির উদ্দীন খান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাইনুল আবেদীন।
প্রধান আলোচকের আলোচনা পেশ করেন- বিশিষ্ট লেখক, গবেষক, কবি মাওলানা মুসা আল হাফিজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও আলোচনা পেশ করেন- মৌলভীবাজার জেলা জমিয়তের সাবেক সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল মালিক রুপষপুরী, সহ-সভাপতি মাওলানা আব্দুল হাফিজ শমশেরনগরী, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আসআদ উদ্দীন আল মাহমুদ, বড়লেখা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়েখ রমিজ উদ্দীন, বিশিষ্ট মুফাচ্ছিরে কুরআন মুফতি রুহুল আমীন, হাফিজ মাওলানা ফরহাদ আহমদ, মাওলানা জয়নুল হক, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা শায়েখ মুখলিসুর রহমান, মাওলানা ইমাম উদ্দীন, মাওলানা বশীর উদ্দীন, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা হাফিজ আস'আদ বিন জামিল, মাওলানা শিহাবুদ্দীন শাহ আলম, মাওলানা জামিল কাসেমী, মাওলানা আলী হুসাইন ইমাম, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা তাজাম্মুল আলী, মাওলানা হাফিজ ইয়াহইয়া আহমদ, মাওলানা নাজমুল হাসান, মাওলানা শিহাবুদ্দীন শিবলী, মাওলানা মাহদি হাসান প্রমুখ।
বক্তাগণ এরকম সীরাত কনফারেন্স প্রতিটি এলাকায়, পাড়ায়-মহল্লায় করার জন্য জমিয়ত কর্মীদের প্রতি আহবান জানান এবং মৌলভীবাজার জেলা জমিয়তকে এরকম সময়োপযোগী পদক্ষেপ নেওয়ায় মোবারকবাদ জানান।
এনটি