জুলফিকার জাহিদ।।
গত বছরের ১৮ সেপ্টেম্বর ইন্তেকাল করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং তৎকালীন আমির আল্লামা শাহ আহমদ শফী রহ.। এর ৩ মাস পর ১৩ ডিসেম্বর মারা যান মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। এরপর চলতি বছরের ১৯ আগস্ট ইন্তেকাল করেন হেফাজতে ইসলামের এক সময়ের মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।তার ইন্তেকালের ৩ মাস পর সর্বশেষ আজ ২৯ নভেম্বর ইন্তেকাল করেছেন মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী ।
এর মধ্য দিয়ে গত ১৪ মাসে সংগঠনটি দুইজন আমির এবং দুইজন মহাসচিবকে হারালো।
গত আগস্টে আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালের পর হেফাজতে ইসলামের আমির হন তারই মামা চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তখনই মহাসচিবের দায়িত্ব পান আল্লামা নূরুল ইসলাম জিহাদী।
হেফাজতে ইসলামের বর্তমান আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর বয়স নব্বইয়ের বেশি। আমির হওয়ার পর দুইবার তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। তবে বর্তমানে তিনি অনেকটা সুস্থ।
আল্লামা নুরুল ইসলাম জিহাদী গত শনিবার অসুস্থ হাসপাতালে ভর্তি হন। এর আগে সেদিনও বিকেল চারটায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আল্লাহ রাসুল কুরআন-সুন্নাহ ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদের দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাশ করার দাবিতে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি।
সম্মেলন শেষ হওয়ার কিছু পরেই তিনি অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
এনটি