আদিয়াত হাসান: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলামের জানাজা বাদ এশা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আরো পড়ুন- হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীর বর্ণাঢ্য জীবন
মাওলানা নুরুল ইসলামের বড় ছেলে রাশেদ বিন নুর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে হেফাজত মহাসচিবের দাফন দারুল উলুম হাটহাজারী মাদরাসার কবরস্থানে হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, আজ সোমবার বেলা ১২টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৩ বছর।
আরো পড়ুন- স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয় কেন ? বাঁচার উপায়
এর আগে গত শনিবার তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার ছেলে মাওলানা রাশেদ বিন নূর জানিয়েছিলেন, ‘অতিমাত্রায় পেরেশানি ও লাগাতার ব্যস্ততার কারণে বিশ্রামের অভাব হঠাৎ স্ট্রোক করেন বাবা। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তারের তত্ত্বাবধায়নে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন’।
-কেএল