।। মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী।।
হাটহাজারী প্রতিনিধি>
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদিকে হাটহাজারী মাদরাসার ছোট মসজিদ সংলগ্ন 'মাকবারাতুল জামিয়া'তে দাফন করা হবে। ইতোমধ্যে কবর খননের কাজও সিংহভাগ সম্পন্ন হয়েছে।
আজ সোমবার বাদ এশা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে নামাজে জানাযা শেষে তার মরদেহ হাটহাজারী মাদরাসায় আনা হবে বলে জানা গেছে।
জামিয়া সূত্রে জানা গেছে, আল্লামা নুরুল ইসলাম জিহাদি ছিলেন হাটহাজারী মাদরাসার একজন প্রভাবশালী শুরা সদস্য। এছাড়া হাটহাজারী মাদরাসার যেকোন দুর্দিনে ও সমস্যা সমাধানে পাশে ছিলেন আল্লামা জিহাদি। এছাড়া কবরস্থানের জায়গাটি হাটহাজারী মাদরাসার জন্য নেওয়ার ক্ষেত্রে উনার বিশেষ অবদান ছিল। তাই বিশেষ বিবেচনায় তাঁকে হাটহাজারী মাদরাসার কবরস্থানে দাফনের অনুমতি দেয়া হয়েছে।
হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী আওয়ার ইসলামকে বলেন, আল্লামা জিহাদিকে হাটহাজারীতে দাফনের ব্যাপারে জামেয়ার শিক্ষকদের বৈঠকে হয়। উনি হাটহাজারী মাদরাসার শুরা সদস্য ও সাবেক শিক্ষার্থী। জামেয়ার প্রকৃত হিতাকাঙ্ক্ষী। এসব বিবেচনায় আল্লামা জিহাদিকে হাটহাজারীতে দাফন করা হবে।
প্রসঙ্গত, 'মাকবারাতুল জামিয়াতে' এ পর্যন্ত জামেয়ার মহাপরিচালক, শাইখুল ইসলাম এবং সিনিয়র শিক্ষকদের দাফন করা হয়েছে। এখানেই শুয়ে আছেন, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. , শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. ও মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ.।
এনটি