বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

বিশেষ বিবেচনায় আল্লামা নূরুল ইসলাম জিহাদির দাফন হাটহাজারী কবরস্থানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী।।

হাটহাজারী প্রতিনিধি>

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদিকে হাটহাজারী মাদরাসার ছোট মসজিদ সংলগ্ন 'মাকবারাতুল জামিয়া'তে দাফন করা হবে। ইতোমধ্যে কবর খননের কাজও সিংহভাগ সম্পন্ন হয়েছে।

আজ সোমবার বাদ এশা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে নামাজে জানাযা শেষে তার মরদেহ হাটহাজারী মাদরাসায় আনা হবে বলে জানা গেছে।

জামিয়া সূত্রে জানা গেছে, আল্লামা নুরুল ইসলাম জিহাদি ছিলেন হাটহাজারী মাদরাসার একজন প্রভাবশালী শুরা সদস্য। এছাড়া হাটহাজারী মাদরাসার যেকোন দুর্দিনে ও সমস্যা সমাধানে পাশে ছিলেন আল্লামা জিহাদি। এছাড়া কবরস্থানের জায়গাটি হাটহাজারী মাদরাসার জন্য নেওয়ার ক্ষেত্রে উনার বিশেষ অবদান ছিল। তাই বিশেষ বিবেচনায় তাঁকে হাটহাজারী মাদরাসার কবরস্থানে দাফনের অনুমতি দেয়া হয়েছে।

হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী আওয়ার ইসলামকে বলেন, আল্লামা জিহাদিকে হাটহাজারীতে দাফনের ব্যাপারে জামেয়ার শিক্ষকদের বৈঠকে হয়। উনি হাটহাজারী মাদরাসার শুরা সদস্য ও সাবেক শিক্ষার্থী। জামেয়ার প্রকৃত হিতাকাঙ্ক্ষী। এসব বিবেচনায় আল্লামা জিহাদিকে হাটহাজারীতে দাফন করা হবে।

প্রসঙ্গত, 'মাকবারাতুল জামিয়াতে' এ পর্যন্ত জামেয়ার মহাপরিচালক, শাইখুল ইসলাম এবং সিনিয়র শিক্ষকদের দাফন করা হয়েছে। এখানেই শুয়ে আছেন, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. , শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. ও মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ.।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ