বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

‘তালেবান সব দেশের সাথেই সুসম্পর্ক চায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ও তালেবানের রাহবারি শুরার প্রধান মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ বলেছেন, তালেবান সব দেশের সাথেই সুসম্পর্ক চায় এবং তাদের সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায়।

শনিবার আফগান রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক অডিও ভাষণে এই কথা বলেন তিনি।

মোল্লা হাসান আখুন্দ আরো বলেন, কোনো দেশের অভ্যন্তরীন ক্ষেত্রে আফগানিস্তান হস্তক্ষেপ করতে চায় না।

আফগানিস্তানের জনসাধারণকে সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক সাহায্য প্রদান অব্যাহত রাখার জন্য ভাষণে আহ্বান জানান তিনি।

মোল্লা হাসান আখুন্দ বলেন, কিছু লোক জনসাধারণের বাড়িতে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

বিশৃঙ্খলা সৃষ্টিকারী এই লোকেরা তালেবান সদস্য নয় দাবি করে তিনি কর্তৃপক্ষকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমনের জন্য আহ্বান জানান।

চলতি বছরের আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বের বহুজাতিক বাহিনীর প্রত্যাহারের মধ্যেই দেশটির প্রশাসনের নিয়ন্ত্রণ নেয় তালেবান।

বহুজাতিক বাহিনীর প্রত্যাহারের পর ৭ সেপ্টেম্বর দলীয় প্রধান মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদাকে রাষ্ট্রপ্রধান ও দলের নীতি নির্ধারনী রাহবারি শুরার প্রধান মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী করে দেশটিতে অন্তর্বর্তীকালীন নতুন সরকার গঠনের ঘোষণা দেয় তালেবান।

সূত্র : তোলো নিউজ

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ