মু. আতাউর রহমান আলমপুরী
ফেনী প্রতিনিধি
ইউনিয়ন নির্বাচনের ৩য় ধাপে ফেনীর ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ।
স্থানীয় প্রশাসন সুত্রে জানা যায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ও নির্বাচন কেন্দ্রিক অনিয়মের দায়ে রোববার বিকেল পর্যন্ত প্রায় ২৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর মন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৪ জন মেম্বার প্রার্থীকে আটক করা হয়।
জানা যায়, আটককৃত সবাই একই ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বী।
আজ রোববার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে ভোটকেন্দ্রে মারামারি ও বিশৃঙ্খলার খবর পেয়ে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের উপস্থিততে অভিযান চালিয়ে ৪ মেম্বার প্রার্থীকে আটক করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আটকের তথ্য নিশ্চিত করে জানান, ভোট কেন্দ্রে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করায় সকাল থেকে এ পর্যন্ত প্রায় ২৫ জনকে আটক করেছে পুলিশ।
জেলা প্রশাসক, ম্যাজিস্ট্রেট আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে ১জন পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।
এদিকে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের একটি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটছে এমন খবর পেয়ে সাথে সাথে ব্যবস্থা নিয়ে ৪ মেম্বার প্রার্থীকে আটক করা হয়েছে।
-কেএল