বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

সুন্নতের উপর চলাই আত্মশুদ্ধির মূলকথা: মাওলানা আনাস মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদ্রাসায় চলছে মজলিসে দাওয়াতুল হকের মারকাজি ইজতেমা। ইজতেমায় উপস্থিত হয়েছেন হারদুয়ী হযরত শাহ আবরারুল হক রহ. এর খলিফাসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

ফেতনার এই যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের ওপর অটল থাকার গুরুত্ব প্রয়োজনীয়তাসহ আরো বিভিন্ন বিষয়ে বয়ান করেছেন তারা।

দাওয়াতুল হকের মারকাজি ইজতেমায় উপস্থিত দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারি মাদরাসার সাবেক মহাপরিচালক ও শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর সাহেবজাদা মাওলানা আনাস মাদানি বলেছেন সুন্নতের উপর চলাই আত্মশুদ্ধির মূল কথা।

তিনি বলেন, আমাদের বাহ্যিক অঙ্গপ্রত্যঙ্গে কোন ধরণের সমস্যা দেখা দিলে  আমরা আরোগ্য পেতে ওষুধ খাই। বিভিন্ন পন্থা অবলম্বন করি। কিন্তু আত্মার প্রশান্তির জন্য আমরা কি করি। আত্মার প্রশান্তি জিকিরের মাধ্যমে।

তিনি আরো বলেন, অন্তরের প্রশান্তির জন্য যেন আমরা বেশি বেশি জিকির করি। অন্তর প্রশান্ত থাকলে আর কিছু নিয়ে চিন্তা করতে হবে না আমাদের।

তিনি আরো সংযোগ করেন, ‘শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. বলতেন তাসাওউফ আর আত্মশুদ্ধির খোলাসা হল সুন্নতের উপর চলা।  দাওয়াতুল হকের ইজতেমা থেকে আমরা যদি এই শিক্ষা নিয়ে যেতে পারি যে; আমি নিজেকে সুন্নতের উপর পরিচালিত করবো, তাহলে এর থেকে বড় আত্মশুদ্ধি আর কিছু হতে পারে না’।

এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ