বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

নবি ও কুরআন কে অবমাননা করলে আমার মনে কষ্ট লাগে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহান আল্লাহ তায়ালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও কুরআন-সুন্নাহ তথা ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাস করার দাবীতে ওলামা-মাশায়েখ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, নবি ও কুরআন কে অপবিত্র করলে আমার মনে কষ্ট লাগে যেমন আপনাদের মনে লাগে।

আজ শনিবার (২৭ নভেম্বর) বিকাল ৪.৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ‘আল্লাহ, রাসুল, কুরআন-সুন্নাহ তথা ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাস করার দাবি’তে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, উপস্থিত যারা আছেন আমার সালাম গ্রহণ করবেন। যিনি রাষ্ট্র পরিচালনা করছেন তিনি পাক্কা মুসলমান। তিনি তাহাজ্জুুদ নামাজ পড়েন কুরআন তিলাওয়াত করেন। তিনি দেশের ক্ষমতায় বসার আগে কুরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ করবে না বলে ঘোষণা দিয়েছেন। আজ পর্যন্ত তিনি কুরআন সুন্নাহর বাইরে কোনো কাজ করেছেন বলে আমি মনে করি না। আলেম উলামাদের প্রতি যতেষ্ট শ্রদ্ধা রাখে।

তিনি আরো বলেন, আপনারা একটু আগে বলেছেন, হেফাজত অরাজনৈতিক প্রতিষ্ঠান। নির্বাচনে যায় না। রাজনীতিতেও যায়। বাইর থেকে দুষ্কৃতকারীরা এসে আপনারা ভুল করেছেন বা করে ফেলেছেন। যেমন ব্রাক্ষ্মণবাড়িয়ার কথাই বলি। যে ঘটনা ঘটেছে। আপনারা আমাদের সাথে কথা বলেছেন আমি এ ঘটনার আগেই সাবধান করেছিলাম। আমি বলেছিলাম আপনারা সামলাতে পারবেন না। সেখানে মাদরাসার ছাত্র দুইজন ছিলো বাকি সব ছিলো বাইরের সাধারণ মানুষ। আমরা এ ঘটনাই বলতে চাই। আপনারা আধ্যাতিক লাইনে চর্চা করেন। কুরআন সুন্নাহ নিয়ে চর্চা করেন, এটা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান তাহলে কেনো আপনাদের মধ্যে অনুপ্রবেশ করে। সেখানে আপনাদের সাবধান হওয়া উচিৎ।

তিনি আরো বলেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি। আমি কুরআন ‍সুন্নাহকে মেনে চলতে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের নবিজির নামে বা কুরআনকে কেউ যদি অপবিত্র করার প্রচেষ্টা করবে আপনাদের যেমন হৃদয় যেমন কষ্ট লাগে তেমন আমার হৃদয়েও কষ্ট লাগে। এজন্যই আমি বলি আমরা কারো বিশ্বাসের প্রতি আমরা অমর্যদা করি না। এবং করতে দিবো না। এটা আমাদের কথা। আমাদের আইনের কথা।

হেফাজতের কেন্দ্রীয় নেতারা সম্মেলনে উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ