বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

দেশবরেণ্য আলেমদের পদভারে মুখরিত যাত্রাবাড়ী মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

মজলিসে দাওয়াতুল হকের ২৭ তম মারকাজি ইজতেমাকে ঘিরে ওলামায়ে কেরামের পদভারে মুখরিত হয়েছে রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসা।

সুন্নতের ভিত্তির উপর প্রতিষ্ঠিত মজলিসে দাওয়াতুল হকের ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর বুকে ছুটে এসেছেন আলেম ও তলাবারা।

আজ শনিবার ২৭ নভেম্বর সকাল ন'টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ইজতেমা। তবে ইজতেমাকে ঘিরে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই জনসমাগম শুরু হয় যাত্রাবাড়ী মাদরাসায়। আজ সকালে আগতদের উদ্দেশ্যে বিশেষ বয়ান করেন মজলিসে দাওয়াতুল হকের আমীর ও যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম শায়েখ আল্লামা মাহমুদুল হাসান।

ইজতেমায় উপস্থিত হয়েছেন হারদুয়ী হযরত শাহ আবরারুল হক রহ-এর খলিফাসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম।

ব্যক্তিজীবনে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম-এর সুন্নতকে ধারণ করা যায় এ বিষয়ে বয়ান করেছেন ইজতেমায় উপস্থিত ওলামায়ে কেরাম।

ইজতেমায় উপস্থিত ছিলেন, মুফতি মনসুরুল হক, মুফতি হিফজুর রহমান, প্রফেসর হামিদুর রহমান, মুফতি মিযানুর রহমান সাঈদ, অধক্ষ্য মিজানুর রহমান চৌধুরী, প্রফেসর গিয়াসউদ্দীন।

এছাড়াও ছিলেন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াহিয়া, মুফতি রুহুল আমিন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, পটিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আবু তাহের নদভী, মাওলানা সাজিদুর রহমান, মুফতি সামসুদ্দীন জিয়া, মুফতি আরশাদ রহমানী, মুফতি নূরুল আমিন দা.বা.(পীর সাহেব খুলনা), মাওলানা মাহফুজুল হক, মাওলানা উবাইদুর রহমান খান নদভী,  মাওলানা ইয়াহইয়া, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা আনাস মাদানী, মুফতি জাফর আহমদ দা.বা.(পীর সাহেব ঢালকানগর), মাওলানা শাহ আব্দুল মতীন বিন হুসাইন, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মুসলেহ উদ্দিন রাজুসহ আরো অনেকে।

এটি/ এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ