নুরুদ্দীন তাসলিম।।
মজলিসে দাওয়াতুল হকের ২৭ তম মারকাজি ইজতেমাকে ঘিরে ওলামায়ে কেরামের পদভারে মুখরিত হয়েছে রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসা।
সুন্নতের ভিত্তির উপর প্রতিষ্ঠিত মজলিসে দাওয়াতুল হকের ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর বুকে ছুটে এসেছেন আলেম ও তলাবারা।
আজ শনিবার ২৭ নভেম্বর সকাল ন'টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ইজতেমা। তবে ইজতেমাকে ঘিরে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই জনসমাগম শুরু হয় যাত্রাবাড়ী মাদরাসায়। আজ সকালে আগতদের উদ্দেশ্যে বিশেষ বয়ান করেন মজলিসে দাওয়াতুল হকের আমীর ও যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম শায়েখ আল্লামা মাহমুদুল হাসান।
ইজতেমায় উপস্থিত হয়েছেন হারদুয়ী হযরত শাহ আবরারুল হক রহ-এর খলিফাসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম।
ব্যক্তিজীবনে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম-এর সুন্নতকে ধারণ করা যায় এ বিষয়ে বয়ান করেছেন ইজতেমায় উপস্থিত ওলামায়ে কেরাম।
ইজতেমায় উপস্থিত ছিলেন, মুফতি মনসুরুল হক, মুফতি হিফজুর রহমান, প্রফেসর হামিদুর রহমান, মুফতি মিযানুর রহমান সাঈদ, অধক্ষ্য মিজানুর রহমান চৌধুরী, প্রফেসর গিয়াসউদ্দীন।
এছাড়াও ছিলেন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াহিয়া, মুফতি রুহুল আমিন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, পটিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আবু তাহের নদভী, মাওলানা সাজিদুর রহমান, মুফতি সামসুদ্দীন জিয়া, মুফতি আরশাদ রহমানী, মুফতি নূরুল আমিন দা.বা.(পীর সাহেব খুলনা), মাওলানা মাহফুজুল হক, মাওলানা উবাইদুর রহমান খান নদভী, মাওলানা ইয়াহইয়া, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা আনাস মাদানী, মুফতি জাফর আহমদ দা.বা.(পীর সাহেব ঢালকানগর), মাওলানা শাহ আব্দুল মতীন বিন হুসাইন, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মুসলেহ উদ্দিন রাজুসহ আরো অনেকে।
এটি/ এএ