আবদুল্লাহ তামিম: ইলমি নবুওয়াত বড়ই দামি জিনিস। ইলম মানুষকে দামি করে। রুচি আমল আখলাক আর মানসিকভাবে উন্নত করে ইলম। ইলম সংরক্ষিত হয় মেধায় ও মানুষের সিনায়। আর মেধাশক্তি গুনাহের কারণে নষ্ট হয়ে যায়। গুরুত্বপূর্ণ এ নসিহতটি করেছেন চট্টগ্রামের জামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসার মহাপরিচালক, নানুপুরী পীর মাওলানা ছালাহ উদ্দীন নানুপুরী।
আজ শনিবার সন্ধ্যায় (২৭ নভেম্বর) রাজধানী ঢাকার চৌধুরীপাড়ার অবস্থিত দারুল কুরআন শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসায় তিনি এসব কথা বলেন।
মাদরাসায় আগামী ১৬-১৭ ডিসেম্বর স্মরণসভা, ফুযালা সম্মেলন ও তাফসিরুল কুরআন মাহফিল সফলের জন্য ঘরোয়া বৈঠক চলছিলো। বৈঠকে মাদরাসার বিভিন্ন ব্যাচের পুরাতন ছাত্ররা উপস্থিত ছিলো। হঠাৎ মাদরাসায় হাজির হোন চট্টগ্রামের জামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসার মহাপরিচালক, নানুপুরী পীর মাওলানা ছালাহ উদ্দীন নানুপুরী।
ছাত্রদের উদ্দেশ্যে নসিহত করতে গিয়ে তিনি বলেন, মাল-ধনসম্পদ ক্ষণস্থায়ী, ইলম চিরস্থায়ী। সম্পদকে মানুষ পাহারা দেয় আর ইলমে নবুওয়াত মানুষকে পাহারা দেয়। তোমরা পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ ইলমে নবুওয়াত অর্জন করার জন্য এসেছ। এ নববি ইলমের জন্য গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়লে আল্লাহর ওলী হয়ে যাবে।
চৌধুরীপাড়ার দারুল কুরআন জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাদরাসার মুতাওয়াল্লী ইমাদুদ্দীন নোমান, মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী, মসজিদ-ই নুর শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার অনানুষ্ঠানিক কমিটির সভাপতি আলহাজ আবুল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহম্মদ রিপন, নায়েবে মুহতামিম মাওলানা খুরশীদ আলম কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।
মাদরাসার শিক্ষসচিব মাওলানা মুসলিমুদ্দীনের উপস্থাপনায় এই আলোচনা সভা অুনষ্ঠিত হয়।
-এটি