বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

শনিবার যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের মারকাজি ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান।।

মজলিসে দাওয়াতুল হকের ২৭ তম মারকাজি ইজতেমা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। রাজধানীর যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসায় দিনব্যাপী এ ইজতেমা চলবে। এতে আখেরী বয়ান ও মুনাজাত পরিচালনা করবেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির আল্লামা মাহমুদুল হাসান।

মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ইজতেমা উপলক্ষে যাত্রাবাড়ী মাদরাসায় ছাত্র-শিক্ষকদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

জানা যায়, ঢাকা বিভাগের মেহমানরা দফতরের সামনে ও মসজিদের ২য় তলায় অবস্থান করবেন। খুলনা বিভাগের মেহমানরা নয়তলা ভবনের ৪র্থ তলায় অবস্থান করবেন। রংপুর বিভাগের মেহমানরা মসজিদের ৫ম তলায় অবস্থান করবেন। বরিশাল বিভাগের মেহমানরা পূর্ব পাশের পুরাতন ভবনের ৪র্থ তলায় অবস্থান করবেন। চট্টগ্রাম বিভাগের মেহমানরা পূর্ব পাশের পুরাতন ভবনের ৩য় তলায় অবস্থান করবেন। রাজশাহী বিভাগের মেহমানরা নয়তলা ভবনের ১ম ও ২য় তলায় অবস্থান করবেন। সিলেট বিভাগের মেহমানরা নয়তলা ভবনের ৬ষ্ট তলায় অবস্থান করবেন। মোমেনশাহী বিভাগের মেহমানরা নয়তলা ভবনের ৬ষ্ট ও ৭ম তলায় অবস্থান করবেন। পাশ্ববর্তী উলামায়ে কেরাম নয়তলা ভবনের ৩য় তলায় অবস্থান করবেন।

ইজতেমায় উপস্থিত থাকবেন হারদুয়ী হযরতের খোলাফাগণ, তাদের মধ্যে অন্যতম মুফতি মনসুরুল হক, মুফতি হিফজুর রহমান, প্রফেসর হামিদুর রহমান, মুফতি মিযানুর রহমান সাঈদ, অধক্ষ্য মিজানুর রহমান চৌধুরী, প্রফেসর গিয়াসউদ্দীন। ঢালকানগরের দুই পীরসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ