আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব মসজিদের ঐতিহাসিক বিবর্তন, অর্থবোধকতা ও কার্যাবলি বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।
সম্মেলনে বিশেষজ্ঞ, ঐতিহাসিক, স্থপতি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। তিন দিনব্যাপী (২৩-২৫ নভেম্বর) এই সম্মেলন সৌদি আরবের ‘দ্য কিং আবদুল আজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচারে’ (ইথরা) অনুষ্ঠিত হবে। ইথরা ও ‘দ্য আবদুল লতিফ আল-ফাউজান অ্যাওয়ার্ড ফর মস্ক আর্কিটেকচার’ যৌথভাবে সম্মেলনের আয়োজন করছে।
সম্মেলনে বিশ্বের কয়েকটি সুন্দর মসজিদের নকশা ও তাদের ঐতিহাসিক কার্যক্রম তুলে ধরা হবে। এ ছাড়া পুরস্কারপ্রাপ্ত কয়েকটি মসজিদের প্রদর্শনী তুলে ধরা হবে। চারজন বক্তার উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে। তারা হলেন—‘দ্য আবদুল লতিফ আল-ফাউজান অ্যাওয়ার্ড ফর মস্ক আর্কিটেকচার’-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রিন্স সুলতান বিন সালমান, মিসরের পর্যটন ও পুরকীর্তি বিষয়ক মন্ত্রী খালেদ আমানি, ইথরার পরিচালক আবদুল্লাহ আর-রাশিদ এবং ‘আফামা’-এর সেক্রেটারি জেনারেল মাশারি আন-নাঈম।
ইথরার জাদুঘর ও প্রদর্শনী বিভাগের প্রধান ফারাহ আবুসুল্লাইহ বলেন, ‘সম্মেলনটি ইসলামী শিল্পকলা সংরক্ষণের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং ইতিহাস, শিল্পকলা, ইসলামী সভ্যতায় স্থাপত্য শিল্প বিশেষত মসজিদের নির্মাণশৈলী বিষয়ক জ্ঞান ও উচ্চতর গবেষণার কাজে একটি মাইলফলক হয়ে থাকবে।’
তিনি আরো বলেন, ‘যদিও প্রাথমিকভাবে সম্মেলনের লক্ষ্য শিক্ষার্থী, গবেষক, ঐতিহাসিক, স্থাপত্যবিদ, শিল্পী ও ইসলামী শিল্পকলা ও সংস্কৃতি বিষয়ে গভীর জ্ঞান অন্বেষণে আগ্রহী ব্যক্তি। তবু এই সম্মেলন সাধারণ মানুষের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।’ সূত্র: আরব নিউজ
-এটি