বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

পূর্ণ হলো তালেবানের একশ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানের আফগানিস্তান নিয়ন্ত্রণের একশ দিন পার হয়েছে। এই সময়ে আফগানিস্তানের সামগ্রিক পরিস্থিতি কেমন ছিল সে বিষয়ে বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে দেশটির অর্থনৈতিক, নিরাপত্তা, নারী শিক্ষা, স্বাস্থ্য সংকটের বর্তমান চিত্র উঠে এসেছে। তালেবান ক্ষমতায় আসার পর বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে। আফগানিস্তানে টানা কয়েক মাস সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধের পর গেল ১৫ আগস্ট রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। দেশটিতে তাদের ক্ষমতা দখলের একশ দিন হয়েছে। প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে হটিয়ে পুনরায় ক্ষমতা নেওয়া তালেবানের শাসনব্যবস্থা নিয়ে কি ভাবছেন স্থানীয়রা, এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

স্থানীয়দের দাবি, তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের সামগ্রিক পরিস্থিতির অবনতি ঘটেছে। আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় দেশটিতে বিদেশি সহায়তাও বন্ধ হয়ে গেছে। এতে চরম মন্দায় দেশটির অর্থনীতি। কর্মস্থানের সুযোগ হারানোয় দিশেহারা দেশটির শ্রমিক ও দরিদ্র জনগোষ্ঠী।

তারা বলেন, গেল একশ দিনে আমরা খুব বাজে সময় কাটিয়েছি। আমরা বেতন পাচ্ছি না। অহরহ বোমা হামলার ঘটনা ঘটছে। এতে নিরাপত্তহীনতায় ভুগছি। আমাদের মেয়ে শিশুরা স্কুলে যেতে পারছে না। সবমিলিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি।

দেশটিতে বর্তমানে নিরাপত্তার বিষয়টিও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আফগানদের জন্য। ক্ষমতা দখলের পর আফগান জনগোষ্ঠীর নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দিলেও তাদের আমলেই নারীদের একটি স্কুলে বোমা হামলা চালায় ইসলামিক স্টেট খোরাসান বা আইএসকে।

এতে অন্তত একশ শিক্ষার্থীর প্রাণহানি ঘটে। এছাড়াও বিভিন্ন সময় মসজিদে হামলাসহ দেশটির শিয়া সম্প্রদায়ের ওপর বোমা হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ আফগানরা।

তালেবান ক্ষমতায় আসার পর তাদের প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম ছিল নারী শিক্ষা। নারী ও মেয়েদের স্কুল কলেজে যাওয়ার সুযোগ দেওয়ার কথা। সবশেষ গেল কয়েকদিন আগে স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে।

তালেবান আমলে আফগানিস্তানের স্বাস্থ্যব্যবস্থারও চরম অবনতি ঘটেছে বলে দাবি করছে অনেকে। দেশটিতে অপুষ্টিজনিত সমস্যা প্রকট হচ্ছে। হাসপাতালগুলোতে বাড়ছে অপুষ্টিতে ভোগা শিশু ভর্তির সংখ্যা। আফগানিস্তানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও বেতন পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। তালেবান আফগানিস্তান দখলের পর ভবিষ্যত অন্ধকার বলে মনে করছেন আফগানরা। তবে তালেবানরা সব কিছুকে পিছনে ফেলে আস্তে আস্তে দেশকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ