আন্তর্জাতিক ডেস্ক: সংক্রমণ প্রতিরোধে করোনার টিকার বুস্টার বা তৃতীয় ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার।
তৃতীয় ডোজ হিসেবে দেওয়া হবে ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার ভ্যাকসিন। এতদিন অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ দেওয়া হলেও, এখন থেকে সবাই নিতে পারবেন করোনার তৃতীয় ডোজ।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদের পর কাতারে শুরু হয়েছে গণহারে বুস্টার ডোজ কার্যক্রম। দেশটিতে এতদিন অগ্রাধিকার ভিত্তিতে ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার তৃতীয় ডোজ প্রয়োগ করা হলেও এবার সবাইকে বুস্টার ডোজের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার।
তবে করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার চয় মাস পার হয়েছে এমন ব্যক্তিদের দেয়া হবে করোনার তৃতীয় ডোজ। স্থানীয়দের পাশাপাশী অভিবাসীদেরও দেওয়া হবে এই টিকা। কাতার সরকারের এ সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা।
-এএ