বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

সিরিয়ায় গ্র্যান্ড মুফতির পদ বিলুপ্ত ঘোষণা করলো বাশার আল আসাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল-আসাদ দেশের বহুদিন ধরে চলে আসা গ্র্যান্ড মুফতির পদ বিলুপ্ত ঘোষণা করেছেন।

গতকাল সোমবার একটি ডিক্রি জারি করে বিশেষ আইন পরিষদের ক্ষমতা প্রয়োগ করে এ পদ বিলুপ্ত ঘোষণা করেছেন।

জানা যায়, বাশার আল-আসাদ ২৪ নং লেজিসলেটিভ ডিক্রি জারি করেছেন, যা প্রজাতন্ত্রের গ্র্যান্ড মুফতির নাম দেওয়া এনডোমেন্টস মন্ত্রকের কাজ পরিচালনাকারী আইনের ৩৫ ধারা বাতিল করার শর্ত দেয়।

নতুন আদেশটি এনডোমেন্টস মন্ত্রকের ফিকহ কাউন্সিলের ক্ষমতাকেও শক্তিশালী করে, যার নেতৃত্বে একজন মন্ত্রী থাকবেন এবং মুফতির একজন সদস্য থাকবেন।

প্রেসিডেন্সিয়াল ডিক্রি কাউন্সিলকে মুফতিদের উপর অর্পিত কাজগুলি অর্পণ করে। এর মধ্যে রয়েছে চন্দ্র মাসের শুরু এবং শেষের তারিখ নির্ধারণ, চাঁদ দেখার প্রমাণ এবং ইসলামি নানান আইনশাস্ত্রের রায় ঘোষণা করা। ফতোয়া জারি করা এবং ফতোয়া দেওয়ার মান ও পদ্ধতি তৈরি করা।

এটিই প্রথম নয়, এর আগেও আসাদ সরকার ইসলামিক আইন ও মুফতির বিষয়ে আইন পরিবর্তন করেছেন। ২০১৮ সালে তিনি মুফতির জন্য তিন বছরের মেয়াদ নির্ধারণ করে একটি আইন পাস করেন।

কেউ কেউ মনে করেন, কুরআনের আয়াতের ব্যাখ্যায় সরকার ও মুফতিয়ানে কেরামের মধ্যে মতপার্থক্য রয়েছে। মুফতি হাসানের কুরআনের একটি আয়াতের ব্যাখ্যা নিয়ে ফিকহ সায়েন্টিফিক কাউন্সিল কর্তৃক জারি করা কঠোর প্রতিক্রিয়ার কয়েকদিন পরই আসাদ সরকার গ্র্যান্ড মুফতির পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়। সূত্র: আসরে হাজির

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ