বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়াতে চায় সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী সৌদি আরবের উত্তর সীমান্ত অঞ্চলের আরআর চেম্বার অব কমার্স। সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে বৈঠককালে চেম্বার সভাপতি নওয়াফ মাজাল আল দাইদি এ আগ্রহের কথা জানান।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বৈঠকে চলতি মাসের ২৮-২৯ তারিখে বিডা কর্তৃক আয়োজিত বিনিয়োগ সম্মেলনে ভার্চ্যুয়ালি যোগদানের জন্য সৌদি ব্যবসায়ীদের আহ্বান জানান রাষ্ট্রদূত।

তিনি বলেন, সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারীত্বের (পিপিপি) আওতায় বিনিয়োগ করতে পারে। সম্প্রতি এ বিষয়ে দুই দেশের সমঝোতা স্মারক সই হয়েছে। সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করলে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান রাষ্ট্রদূত।

আরআর চেম্বার অব কমার্সের সভাপতি নওয়াফ মাজাল আল দাইদি বাংলাদেশের ব্যবসায়ীদের ব্যবসার বিস্তারিত তথ্য জানতে চান। এছাড়া দুই দেশের ব্যবসায়ীরা যাতে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে পারে সে বিষয়ে গুরুত্ব দেন। তিনি এ সময় আরআর চেম্বারের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন এবং সৌদি আরব থেকে বাংলাদেশ উন্নত মানের কাপড় বোনার উল আমদানি করতে পারে বলে জানান।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ওষুধ শিল্পে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন। ওষুধ ছাড়াও সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশের হস্তশিল্প, সিরামিক, তৈরি পোশাক ও চামড়াজাত পণ্য আমদানির কথা বলেন। বক্তব্যে সৌদি আরবের বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইনের বিষয় তুলে ধরেন রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশি অভিবাসী ব্যবসায়ীরা যাতে তাদের ব্যবসা নিবন্ধন করতে পারেন সেজন্য চেম্বারের সহযোগিতা চান তিনি।

এছাড়াও রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উত্তর সীমান্ত অঞ্চল প্রদেশের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রিয়াদ বিন বদর আল হুজাইমির সঙ্গে বৈঠক করেন। এ সময় রাষ্ট্রদূত যে সব বাংলাদেশি গৃহকর্মী তাদের গৃহকর্তার বাসা থেকে পালিয়ে আসে তাদের সেফহোমে আশ্রয় দিয়ে দূতাবাসকে অবহিত করার অনুরোধ জানান।

রাষ্ট্রদূত আরআর শহরে বসবাসরত স্থানীয় বাংলাদেশীদের সঙ্গেও মতবিনিময় করেন। সভায় দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মুর্তুজা জুলকার নাইন নোমান ও কাউন্সিলর মো. বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ