বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

ভারতের কাসগঞ্জে মুসলিম হত্যার বিচার ও উচ্চ পর্যায়ে তদন্ত করতে হবে: মাওলানা মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানি উত্তরপ্রদেশের কাসগঞ্জে পুলিশ হেফাজতে ৮ বছর বয়সী আলতাফের মৃত্যুতে দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্য সরকারের কাছে দাবি করেছেন, উচ্চ আদালতে এ হত্যার তদন্ত ও বিচার করতে হবে।

গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। এই মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মীদের বিচারের আওতায় আনা উচিত এবং মৃতের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত।

মাওলানা মাদানি উত্তরপ্রদেশে ধারাবাহিক পুলিশ এনকাউন্টার এবং পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা উল্লেখ করে বলেছেন, এই সমস্ত ঘটনাগুলি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি উচ্চ পর্যায়ের কমিটি দ্বারা তদন্ত করা উচিত।

উল্লেখ্য, গতকাল রোববার জমিয়ত উলেমায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসেমির নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাসগঞ্জে গিয়ে ডিএম হর্ষ মাথুর ও এসপি বুট্রে রোহান প্রমোদের সঙ্গে দেখা করে আলতাফের বিচার দাবি করেন। একই সময়ে জমিয়তের প্রতিনিধি দল বাড়ি গিয়ে আলতাফের বাবা চাঁদ মিয়াঁ ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা করেন। তাদের প্রতি সমবেদনা জানান। সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তার বাবা চাঁদ মিয়া জমিয়তে উলামায়ে হিন্দের কাছে আবেদন করেন, তারা যেনো তার পক্ষে মামলা লড়েন। জমিয়তে উলেমা-ই-হিন্দের মহাসচিব মাওলানা হাকিমুদ্দিন কাসমী ছাড়াও জমিয়তে উলেমা-ই-হিন্দের সংগঠক মাওলানা মুহাম্মদ ইয়াসিন জাহাজী, জমিয়তে উলেমা-ই-হিন্দের সহসভাপতি ডাঃ আজহার আলী শেড, জমিয়তে উলেমা-ই-হিন্দের সহ-সভাপতি মুফতি মুহাম্মদ হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: আসরে হাজির

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ