বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা ইসলামাবাদে পিটিআইয়ের কর্মসূচি প্রত্যাহার আইনজীবী হত্যা: জনগণকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার ‘সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনায় চিন্ময় কাজ করছিল’ অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন

এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত সাড়ে ১৭ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এসএসসি-সমমান পরীক্ষার দ্বিতীয় দিনেও রেকর্ডসংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিল। সোমবার (১৫ নভেম্বর) পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে ১৭ হাজার ছাড়িয়েছে। এছাড়া অসুদপায় অবলম্বনের দায়ে বরিশাল ও কুমিল্লা বোর্ডের দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

সোমবার মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ হাজার ২০০টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৮ লাখ ৩ হাজার ৪৭৯ জন। কিন্তু পরীক্ষা হলে উপস্থিত ছিল ৭ লাখ ৮৫ হাজার ৭৪৬ জন। সে হিসাবে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৭৩৩ জন।

এর আগে, পরীক্ষার প্রতশ দিনে প্রায় ১৯ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অসাধু কাজের জন্য বরিশাল বোর্ডের এক শিক্ষার্থী ও দুই কক্ষ পরিদর্শক এবং দিনাজপুর বোর্ডের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। মাদ্রাসা বোর্ডে বহিষ্কার হয় দশজন শিক্ষার্থী।

সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এ বছর করোনা মহামারির কারণে এই পাবলিক পরীক্ষা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নেওয়ার ঘোষণা দেয় সরকার।

মোট ২৯ হাজার ৩৫টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২২ লাখ ২৭ হাজার ১১৩ পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

নয়টি সাধারণ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১৭ হাজার ৬৭৬টি স্কুলের ১৮ লাখ ৯৯৮ জন শিক্ষার্থী। আর ৯ হাজার ১১০টি মাদ্রাসার ৩ লাখ ১ হাজার ৮৮৭জন পরীক্ষার্থী।

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৪২ হাজার ৭২৪ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৩৭ হাজার ৩৪৬ জন। মোট অনুপস্থিত ৫ হাজার ৩৭৮ পরীক্ষার্থী।

চলতি বছর ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের থেকে এ বছর এসএসসি পরীক্ষার কেন্দ্র বেড়েছে ১৬৭টি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ