আব্দুল্লাহ আফফান: পাকিস্তানের প্রসিদ্ধ দায়ী ও আলেম মাওলানা তারিক জামিল সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার খবর ভিত্তিহীন।
রোববার (১৪ নভেম্বর) মাওলানা তারিক জামিলের ভেরিফাইড ফেসবুক পেজে তা জানানো হয়েছে।
তাতে বলা হয়েছে, গতকাল রাত থেকে মাওলানা সাহেবের (মাওলানা তারিক জামিল) দূর্ঘটনার খবর প্রচার হচ্ছে। যা ভুল এবং ভিত্তিহীন। আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
এর আগে মাওলানা তারিক জামিল সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ সংবাদে বিভ্রান্ত হয় ধর্মপ্রাণ মানুষ। আজ এই সংবাদটি ভিত্তিহীন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় প্রথিতযশা আলেমেদ্বীন, শাইখুল ইসলাম আল্লাম তাকি উসমানীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। পরবর্তীতে দারুল উলুম করাচি থেকে বিষয়টি ভিত্তিহীন বলে জানানো হয়।
-কেএল