আওয়ার ইসলাম ডেস্ক: মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা/মহানগর শাখা সমূহের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকদের সাথে আগামী ২০ নভেম্বর ( শনিবার) আইএবি মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
আজ সন্ধ্যায় পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমেদ এর সাথে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ ও ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ নেতৃবৃন্দ সাক্ষাৎ করে এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
মহাসচিবের সাথে সাক্ষাতে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির ও ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সহ-সভাপতি মুহাম্মাদ নুরুজ্জামান সরকার।
নেতৃবৃন্দ পৃথকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এর সাথেও উল্লেখিত বিষয়ে মতবিনিময় করেন।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করা যেসব মুক্তিযোদ্ধা স্বাধীনতার ৫০ বছরেও স্বীকৃতি বঞ্চিত রয়েছেন তাদেরকে বিজয় দিবসের পূর্বে স্বীকৃতি দিতে হবে।
এনটি