আবদুল্লাহ তামিম।।
ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, উলূমুল হাদীস বিভাগের সদর, হযরতুল উস্তায বাহরুল উলূম হযরত মাওলানা আল্লামা নেয়ামতুল্লাহ আজমী হাফি. গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন৷ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
দেওবন্দের ইসলামিক মিডিয়ার খবর অনুযায়ী তাকরীবু শরহি মা'আনিল আসারের লেখক হাদিসের একজন মহান সাধক আল্লামা নেয়ামতুল্লাহ আজমী দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত নানান রোগে ভুগছিলেন। মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তেন। তবে গতকাল থেকে তার অবস্থা খুব খারাপ হওয়ায় নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আল্লামা নেয়ামতুল্লাহ আজমী দারুল উলূম দেওবন্দের একাধারে সিনিয়র মুহাদ্দিস ও হাদিস বিভাগীয় প্রধান। ঐতিহ্যবাহী ফিকহ একাডেমি ইন্ডিয়ার সভাপতির দায়িত্বও পালন করে আসছিলেন আল্লামা নেয়ামতুল্লাহ আজমি।
-এটি