আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিমতীরে চেকপোস্টগুলোতে আগে ফিলিস্তিনিদের আঙুলের ছাপ রাখতেন ইসরায়েলি সেনারা।
কিন্তু এখন তাদের মুখের ছাপ ধারণ করার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে ইহুদিবাদী দেশটি। খবর আনাদোলুর।
মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টকে সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের সাবেক এক সেনা কর্মকর্তা বিষয়টি জানান।
তিনি বলেন, পশ্চিমতীরে গত দুই বছর ধরে গোপনে অত্যাধুনিক এ প্রযুক্তি ব্যবহার করে কয়েক হাজার ফিলিস্তিনির মুখের ছাপ ক্যামেরায় ধারণ করে রেখেছে ইসরায়েল।
এর মাধ্যমে তারা গোপনে জেলে বন্দি ফিলিস্তিনিদের মুখের ছাপের সঙ্গে মিলিয়ে দেখছেন, তারা কেউ জেল খেটেছেন কিনা অথবা জেল থেকে পালিয়েছেন কিনা।
মানবাধিকারকর্মীরা ইহুদিবাদী দেশটির এই গোপন পদক্ষেপের নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছে।
এনটি