আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ জ্বালানি তেল ও পরিবহনের ভাড়া কমিয়ে জনসাধারণের দুঃখ-দুর্দশা লাঘবের দাবি জানিয়েছেন।
আজ এক বিবৃতিতে এবস বলেন তিনি।
তিনি বলেন, দীর্ঘ ১৮ মাস করোনায় বিপর্যস্ত জনগণ যখন তা কাটিয়ে উঠার চেষ্টা করছেন, সে মুহুর্তে সরকার অযৌক্তিকভাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে দিয়ে জনগণকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। তেলের দাম বাড়ায় সর্বক্ষেত্রে এর প্রভাব মারাত্মকভাবে পড়েছে। কাজেই তেলের দাম কমাতে।কিন্তু সরকার তেলের দাম না কমিয়ে উল্টো সড়ক ও নৌপথের ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তিনি আরো বলেন, তেলের দাম ও পরিবহন ভাড়া বাড়ানো গণবিরোধী সিদ্ধান্ত। তিনি অবিলম্বে জ্বালানি ও ভাড়ার মূল্য কমিয়ে জনসাধারণের দুর্ভোগ লাঘব করুন। অন্যথায় দিন দিন যেভাবে জনরোষ সৃষ্টি হচ্ছে, তাতে গণবিস্ফোরণে রূপ নিতে পারে।
এনটি