আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেছেন, আমাদের প্রিয় নবী বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সা. পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
তিনি বলেন, রাসূল সা. সব ধর্মের সব মানুষের প্রতি উদার ছিলেন। ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী বিচারে তিনি কারো প্রতি জুলুম করেননি। কারো প্রতি অবিচার করেননি। তিনি কারো প্রতি জুলুল- অবিচার করাও পছন্দ করেননি। বরং তিনি তাঁর উম্মতের সকলের প্রতি উত্তম ও সদারণ করতে নির্দেশ করেছেন। কাজেই এখন যারা সংখ্যালঘুদের প্রতি বিভিন্ন মন্দিরে-পুজামণ্ডপে হামলা, বাড়ি-ঘর ভাঙচুরের কল্প কাহিনী তৈরি করে তার দায়ভার ইসলামপন্থিদের উপর চাপাতে চায়, তাদের উদ্দেশ্য ভাল নয়।
আজ শনিবার বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক বিভাগের উদ্যোগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সংখ্যালঘু সম্পাদকদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা মকবুল হোসাইনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণ সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আলহাজ্ব ইসমাঈল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ইসলামে সংখ্যালঘুদের বিভিন্ন অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে মাওলানা মকবুল হোসাইন বলেন, সামাজিক অবক্ষয় রোধ, অন্যায়-জুলুম ও অনৈতিকতার হাত থেকে বাংলাদেশকে এবং বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে রক্ষা এবং তাদের অধিকার ফিরিয়ে দিতে ইনসাফপুর্ণ, শান্তিময় ও সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এজন্য আমাদেরকে রাসুল (সাঃ) এর আদর্শকে অনুসরণ করতে হবে জীবনের সকলক্ষেত্রে।
এনটি