বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


১০৬ বছর পর উসমানিয়া সৈন্যের আমানত ফেরত দিলো ফিলিস্তিনি পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: প্রথম বিশ্বযুদ্ধের সময় উসমানিয়া সামরিক বাহিনীর এক সৈন্যের আমানত রাখা অর্থ তুরস্কের কাছে ফেরত দিয়েছে ফিলিস্তিনি এক পরিবার।

বৃহস্পতিবার অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের নাবলুস শহরে এক অনুষ্ঠানে ফিলিস্তিনি আল-আলউল পরিবার তুর্কি কনস্যুল জেনারেল আহমদ রিজা দেমিরের হাতে এই অর্থ ফেরত দেয়।

ওই পরিবারের সূত্রে জানা যায়, যুদ্ধ চলাকালীন সময়ে ওই সৈন্য তাদের কাছে এই অর্থ নিরাপদে রাখার জন্য দিয়ে বলেছিলেন, 'যদি আমরা জয়ী হয়ে ফিরতে পারি, তখন আমি তা ফেরত নেবো।'

কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে উসমানিয়াদের হারিয়ে ব্রিটেন ফিলিস্তিন দখল করার ফলে ওই সৈন্য আর ফেরত আসেননি।

কনস্যুল জেনারেল আল-আলাউল পরিবারের কাছে তার কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, ফিলিস্তিনি ও তুর্কি জনগণের মধ্যে সাদৃশ্য বিপুল।

অনুষ্ঠানে তিনি বলেন, 'এক শ' বছর আগে আমাদের শাসনগত বিচ্ছেদ হলেও আমাদের হৃদয় সর্বদাই একত্রে ছিলো।'

আল-আলাউল পরিবারের বর্তমান প্রধান রাগিব আল-আলউল বলেন, এই অর্থ তার চাচা ওমর আল-আলাউলের কাছে গচ্ছিত রাখা হয়েছিলো।

তিনি বলেন, 'তিনি (উসমানিয়া সৈন্য) আমার চাচার কাছে তা গচ্ছিত রেখেছিলেন এবং আজ পর্যন্ত তা আমাদের কাছেই গচ্ছিত ছিলো। আমরা জানি না যে ওই তুর্কি সৈন্য কি যুদ্ধে নিহত হয়েছেন বা পরে মারা গেছেন। আমার চাচাও ওই সৈন্যের নাম ভুলে গিয়েছিলেন, তাই আমরা তার নাম জানি না।'

রাগিব আল-আলাউল জানান, ওই সৈন্য ১৫২ উসমানিয়া লিরা আমানত রেখেছিলেন। ঐতিহাসিকদের বিবেচনায় তা বর্তমানে ৩০ হাজার ডলার (২৫ লাখ ৭৩ হাজার সাত শ' ২৫ টাকা) সমপরিমাণ।

১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেনের কাছে ফিলিস্তিন হারানোর আগে চার শ' বছর উসমানিয়া সুলতানাত ভূখণ্ডটি শাসন করে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ