আওয়ার ইসলাম ডেস্ক: কাতারের রাজধানী দোহার আল-ওয়াজবা মুসাল্লাহ সেদেশের আমির শাইখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির উপস্থিতিতে বৃষ্টির প্রার্থনা করে সালাতুল ইসতিসকা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মহান আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করে কাতারের আল ওয়াজবা প্রাঙ্গণে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি উপস্থিত ছিলেন।
বৃষ্টির নামাজে কাতারের আমিরের পিতা হামাদ বিন খালিফা আল থানিও উপস্থিত ছিলেন। এছাড়াও আমিরের ব্যক্তিগত সহকারী শেখ জাসিম বিন হামাদ আল থানি, শেখ মুহাম্মদ বিন খালিফা আল থানি, শেখ জাসিম বিন খালিফা আল থানিসহ কাতারের শুরা কাউন্সিলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা এ নামাজে অংশগ্রহণ করেন।
বৃষ্টির নামাজের পরিয়েছেন বিচার বিভাগীয় সুপ্রিম কাউন্সিলের সদস্য ড. থাকিল আল শাম্মারি। নামাজের পর প্রদত্ত খুতবায় তিনি মুসল্লিদের মহান আল্লাহর কাছে অনুতপ্ত হওয়ার আহ্বান জানান। এছাড়াও তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং বৃষ্টির জন্য দোয়া করেন।
বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায় মহানবী সা.-এর সুন্নত। মহানবী সা. নিজেও বৃষ্টির নামাজ আদায় করেছেন। সূত্র: ইকনা
-এটি