আওয়ার ইসলাম ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ের এক্সপো প্রদর্শনী সেন্টারে অক্টোবর মাসে পবিত্র কুরআনের সর্ববৃহৎ পাণ্ডুলিপি প্রদর্শিত হতে যাচ্ছে। অ্যালুমিনিয়াম ক্যানভাসে লিখিত এই পাণ্ডুলিপিটি বিশ্বের সর্ববৃহৎ পাণ্ডুলিপি হিসেবে গণ্য করা হচ্ছে।
একজন পাকিস্তানি শিল্পী পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি প্রস্তুত করেছেন। বিশ্বের সবচেয়ে বড় এই পাণ্ডুলিপিটি দুবাই এক্সপো ২০২০-এ ১ অক্টোবর থেকে প্রদর্শন করা হবে।
শহিদ রাজাম মূলত সংযুক্ত আরব আমিরাতের নাগরিক। কিন্তু তিনি সেখান থেকে পাকিস্তানে চলে যান। ২০০০ সালে আল-আইন বিশ্ববিদ্যালয় থেকে তিনি বর্ষসেরা শিল্পীর পুরস্কার অর্জন করেছেন।
পাকিস্তানি শিল্পী পাঁচ বছর আগে অ্যালুমিনিয়াম ক্যানভাসে সোনার প্রলেপিত শিলালিপি আকারে পবিত্র কুরানের আয়াত লেখার কাজ শুরু করেন। ইসলামের ১৪০০ বছরের ইতিহাসে এটি বিশ্বের বৃহত্তম কুরআনের পাণ্ডুলিপি বলে গণ্য করা হচ্ছে। কারণ এটি কাপড়, কাগজ এবং চামড়ায় লেখা পৃথিবীর সর্ববৃহৎ কুরআনের পাণ্ডুলিপি থেকে আলাদা।
এই শিল্পী আগে অ্যালুমিনিয়াম পাতের উপর সোনার প্রলেপে মহান আল্লাহর ৯৯টি নাম খোদাই করে লিখেছিলেন। রাজাম পাঁচ বছর আগে অ্যালুমিনিয়াম ক্যানভাসে পবিত্র কুরআনের আয়াত লেখার এই প্রকল্পটি শুরু করেছিলেন এবং গত বছর এটি শেষ হয়। বিশ্বের সর্ববৃহৎ এই পাণ্ডুলিপিটি দুবাই এক্সপো প্রদর্শনী সেন্টারে টানা ৬ মাস প্রদর্শন কর হবে।
অ্যালুমিনিয়াম ক্যানভাসে লিখিত এই পাণ্ডুলিপির প্রতি পৃষ্ঠার উচ্চতা ৮.৫ ফুট এবং প্রস্থ ৬.৫ ফুট। মোট ৫৫০ পাতা বিশিষ্ট এই পাণ্ডুলিপির প্রতি পৃষ্ঠায় ১৫০টি শব্দ রয়েছে।
এক্সপো ২০২০-শে গত বছরের অক্টোবর মাসে এই প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড -১৯ মহামারীর কারণে এই প্রদর্শনী স্থগিত করা হয়েছিল।
দুবাইয়ের এক্সপো ২০২০ প্রদর্শন হলটি মধ্যপ্রাচ্যের প্রথম আন্তর্জাতিক প্রদর্শনী হল। এই প্রদর্শনী হলে পবিত্র কুরআনের সর্ববৃহৎ পাণ্ডুলিপিটি ১৮২ দিনের জন্য প্রদর্শন করা হবে। "দ্য অ্যামেজিং ওয়ার্ল্ড অফ ইনোভেশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট" স্লোগানের অধীনে অনুষ্ঠিত উক্ত প্রদর্শনী ২০২১ সালের ১লা অক্টোবর থেকে ২০২২ সালের ৩১শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।
আশা করা হচ্ছে এই প্রদর্শনীতে ২ কোটি ৫০ লাখেরও বেশি দর্শক আকৃষ্ট হবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সকল প্রকার স্বাস্থ্যবিধি মান্য করে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সূত্র: ইকনা
-এটি