আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৪৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া মৃত্যু হয়েছে ৬ জনের।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এদিন অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামে ১১টি ল্যাবে ২ হাজার ৫৯২টি নমুনা পরীক্ষা করা হয়।
এদিন করোনা আক্রান্তের মধ্যে ২০২ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং ১৪৬ জন বিভিন্ন উপজেলা এলাকার। এছাড়া মৃত্যুবরণকারী ৬ জনের মধ্যে ৪ জন মহানগরের এবং ২ জন বিভিন্ন উপজেলার।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে করোনায় মৃত্যুহারের কোনো পরিবর্তন হচ্ছে না। বিশেষ করে উপজেলাগুলোতে সার্বিকভাবে এ হার বেশি। গ্রামের লোকজন করোনাকে অবহেলা করার কারণে এ পরিস্থিতি। করোনা আক্রান্ত হওয়ার পর শুরুতে হাসপাতালে আসতে চান না অনেকে। পরে অবস্থা সংকটাপন্ন হলে তখনই হাসপাতালে আসেন। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আসলে অনেক ক্ষেত্রে রোগীকে বাঁচানো সম্ভব হয়ে ওঠে না।
-এএ