মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মাদারীপুরে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পোড়ালেন ছাত্র-জনতা ইউপি সদস্যকে হত্যা করতে এসে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩ চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় ২০ শিক্ষার্থীকে পুরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষার্থীদের জামায়াতে নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে  মসজিদে গিয়ে একটানা ৬০ দিন ফজরের নামাজ ও ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় গাজীপুরের কাপাসিয়ায় ২০ জন ছাত্রকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বাদ আসর মামরদী উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে ছাত্রদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

এমন উদ্যোগ নিয়েছে উপজেলার সনমানিয়া ইউনিয়নের মামরদী গ্রামের অধ্যাপক মাওলানা মো. তোফাজ্জল হোসেন ও উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কয়েকজন মুসল্লি।

এই উদ্যোগে ধারণার চেয়ে অনেক বেশি সাড়া পড়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে মাওলানা তোফাজ্জল হোসেন জানান, গ্রামের ছাত্রদের মসজিদে এসে জামায়াতে নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের একটি উদ্যাগ নেওয়া হয়েছে। আমাদের ধারণার চেয়ে অনেক বেশি সাড়া পড়েছে। জামায়াতে নামাজ পড়ার প্রতিযোগিতায় প্রথমে ২৯ জন অংশগ্রহণ করেছিল। শেষ পর্যন্ত ২০ জন ছাত্র সম্পূর্ণভাবে সফল হয়েছে। এরা মাঝে মাঝে গভীর রাতে তাহাজ্জুদ নামাজও আদায় করেছে।

এলাকার বিভিন্ন ব্যক্তি ও কয়েকজন প্রবাসী নামাজ পড়ার প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করেছেন বলে তিনি জানান।

এ বিষয়টি এলাকায় খুবই প্রশংসিত হয়েছে। বয়স্কদের নিয়েও ভবিষ্যতে এ ধরনের একটি উদ্যাগ নেওয়াও হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ