আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষার্থীদের জামায়াতে নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে মসজিদে গিয়ে একটানা ৬০ দিন ফজরের নামাজ ও ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় গাজীপুরের কাপাসিয়ায় ২০ জন ছাত্রকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর মামরদী উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে ছাত্রদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।
এমন উদ্যোগ নিয়েছে উপজেলার সনমানিয়া ইউনিয়নের মামরদী গ্রামের অধ্যাপক মাওলানা মো. তোফাজ্জল হোসেন ও উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কয়েকজন মুসল্লি।
এই উদ্যোগে ধারণার চেয়ে অনেক বেশি সাড়া পড়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে মাওলানা তোফাজ্জল হোসেন জানান, গ্রামের ছাত্রদের মসজিদে এসে জামায়াতে নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের একটি উদ্যাগ নেওয়া হয়েছে। আমাদের ধারণার চেয়ে অনেক বেশি সাড়া পড়েছে। জামায়াতে নামাজ পড়ার প্রতিযোগিতায় প্রথমে ২৯ জন অংশগ্রহণ করেছিল। শেষ পর্যন্ত ২০ জন ছাত্র সম্পূর্ণভাবে সফল হয়েছে। এরা মাঝে মাঝে গভীর রাতে তাহাজ্জুদ নামাজও আদায় করেছে।
এলাকার বিভিন্ন ব্যক্তি ও কয়েকজন প্রবাসী নামাজ পড়ার প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করেছেন বলে তিনি জানান।
এ বিষয়টি এলাকায় খুবই প্রশংসিত হয়েছে। বয়স্কদের নিয়েও ভবিষ্যতে এ ধরনের একটি উদ্যাগ নেওয়াও হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এনটি