আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। জেলার নাঙ্গলকোট উপজেলায় ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের মুহা. শাহজাহান সাজুর ছেলে এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ মারুফ বিন মাহবুব রাফি (১৭) ও চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের তেলিগ্রামে মুহা. জামাল উদ্দিনের ছেলে মুহা. ফরহাদ হোসেন (১৮)।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুর নূর জানান, বৃহস্পতিবার দুপুরের মোহাম্মদ মারুফ বিন মাহবুব রাফি বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে নাঙ্গলকোট বাজারে যাচ্ছিল। এক পর্যায়ে নাঙ্গলকোট বাজারে মধ্যে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। সে এবছর এসএসসি পরীক্ষার্থী ছিল বলে তিনি জানান।
অপর দিকে, মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আসাদুজ্জামান জানান, ফরহাদ হোসেন বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে মোটর সাইকেল যোগে চৌদ্দগ্রাম যাচ্ছিল। এ সময় মহাসড়কের উপজেলার নানকরা এলাকায় যমুনা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে সে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে যায়। তাৎক্ষনিক ঢাকামুখি দ্রুতগামী একটি লরী তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাল (কুমেক) মর্গে পাঠানো হয়েছে। ফরহাদকে চাপা দেওয়া লরীটি জব্দ করা হয়েছে। তবে লরীর চালক এবং হেলপার পালিয়ে যায় বলে তিনি জানান।
-এএ