আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় সাত মাস বয়সী এক শিশুসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৪৩৩ জন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে পাওয়া সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ১৬ জনের মধ্যে ৭ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৯ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মুহা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের ফিরোজা (৬০), ত্রিশালের ইশরাত (৭ মাস), গফরগাঁওয়ের রহিমা খাতুন (৬৫), মুক্তাগাছার মজিদা বেগম (৯০), নেত্রকোনা সদরের মিনতি রানী দাস (৬৫), শেরপুরের ইয়াকুব আলী (৫০), গাজীপুরের শ্রীপুরের জুলেখা (৭০)।
করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের সুলতান (৫৫), সুফিয়া (৪৫), নান্দাইলের কামাল (৪৫), নেত্রকোনার সুধা (৬৭), মুজিবুর রহমান (৪৫), নাবিলা (২৫), মোহনগঞ্জের আব্দুর রহিম (৭৫), শেরপুরের বিলকিস (৩৫), নকলার সখিনা (৫৫)।
ডা. মুহা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪২৯ জন, আইসিইউতে ভর্তি আছেন ২২জন।
বুধবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘন্টায় র্যাপিড এন্টিজেন টেস্টে ১২১ জন ও আরটিপিসিআর টেস্টে ৩১২জন মোট ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ময়মনসিংহ সদরেরই ১৮৭জন।
এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ১৮৬৭৪ জনের করোনা শনাক্তের পর সুস্থ হয়েছেন ১২৯৭২জন। বাকি ৫৭০২জন রোগী এখনও জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২১৩ জন।
-এএ