আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন গণমাধ্যমকে বিষয়টি তথ্য নিশ্চিত করেছেন।
মৃতদের মধ্যে ছয় জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।
করোনায় মারা যাওয়া ছয় জনের মধ্যে তিনজনই ময়মনসিংহের বাসিন্দা। একজন শেরপুর, নেত্রকোণা ও একজনের বাড়ি জামালপুরে। উপসর্গ নিয়ে মারা যাওয়া চার জনের মধ্যে তিন জনের বাড়ি ময়মনসিংহে। অন্য একজন নেত্রকোণার বাসিন্দা।
ডা. মহিউদ্দিন বলেন, ‘হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন। হাসপাতালে মোট ভর্তি আছেন ৪২৪ জন। এর মধ্যে ২০ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
-এএ