আওয়ার ইসলাম ডেস্ক: লেখক, সম্পাদক ও অনুবাদক মাওলানা সৈয়দ মোহাম্মদ জহীরুল হক ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। বাদ আসর কুমিল্লার রামকৃষ্ণপুরে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ( ১০ আগস্ট) রাত সাড়ে তিনটায় বার্ধক্যজনিত রোগে তিনি ইন্তেকাল করেন।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, পুত্র কন্যা নাতি নাতনিসহ অসংখ্য ভক্ত শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন।
মাওলানা সৈয়দ মোহাম্মদ জহীরুল হক প্রথম দিকে বড়কাটারা আশরাফুল উলুমে ফারেগীনদের একজন। তিনি দৈনিক আজাদ ও রেডিওর বহির্বিশ্ব কার্যক্রমে যোগ দেন। মাসিক মদীনা, এমদাদিয়া লাইব্রেরী ও দেশের ঐতিহ্যবাহী সংস্থায় সম্পাদক এবং ফ্রিল্যান্স গ্রন্থকার ও অসাধারণ দক্ষ ও বহুভাষী অনুবাদক হিসাবে কা করেন।
বিশ্বের প্রসিদ্ধ শতাধিক তাফসির, সীরাত, সাহিত্য ও দর্শনের বই তরজমা তাঁর উল্লেখযোগ্য অবদান।
তিনি পরিচিত মহলে লিভিং এনসাইক্লোপিডিয়া বলে খ্যাত ছিলেন। মিশুক সদালাপী আবেগপ্রবণ সৃজনশীল সুরসিক অবিশ্যাস্য স্মৃতিশক্তি প্রখরমেধা সদাতরুণ সরলস্বভাবের একজন দুনিয়াবিমুখ লোক হিসাবে ধৈর্য ও সাধনার জীবন কাটিয়ে গেছেন। জনকল্যাণমুখী সামাজিক উদ্যোগ নেওয়ার মাধ্যমে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
এনটি