মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

কাঁঠালের ভেতর গাঁজা পাচার: আটক চার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসরাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাঁঠালের ভেতর করে গাঁজা পাচারকালে চার যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় গোল চত্বরের যাত্রী ছাউনি এলাকায় অভিযান পরিচালনা করে ওই চার যুবককে আটক করে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তাররা হলেন- নেত্রকোনার মোহনগঞ্জ থানার বিরামপুরের মৃত এখলাছ মিয়ার ছেলে মো. মানিক মিয়া (২৮), একই এলাকার কাচু চন্দ্র সাহার ছেলে চন্দন কুমার সাহা (৩৪), কিশোরগঞ্জের কটিয়াদি গনেরগাঁও চন্তিপাড়ার নজরুল ইসলামের ছেলে আলী আকবর (২৪) ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আন্দিদিল গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে মো. আমিন (৩২)।

র‌্যাব সূত্রে জানা যায়, আশুগঞ্জ উপজেলায় গোল চত্বরের যাত্রী ছাউনি এলাকায় যুবক একটি স্কুলের ব্যাগ ও একটি বড় কাঁঠাল নিয়ে ঘোরাফেরা করছিলেন। তাদের দেখে সন্দেহ হয় র‍্যাব সদস্যদের। তাৎক্ষণিক চারজনকে তল্লাশি করা হয়।

তল্লাশির এক পর্যায়ে কাঁঠালটির একপাশে দাগ দেখে র‍্যাব সদস্যদের সন্দেহ আরও বেড়ে যায়। কাঁঠালের দাগ দেওয়া অংশটুকু চাপ দিতেই বেরিয়ে আসে গাঁজা। স্কুল ব্যাগটিতেও পাওয়া যায় গাঁজা। পরে র‌্যাব ওই চারজনকে আটক করে।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, কাঁঠাল ও স্কুলব্যাগ থেকে সাড়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ