সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


বাহা: সৌদি আরবের নয়ানাভিরাম এক শহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

আকর্ষণীয় পর্যটন কেন্দ্রের কারণে সৌদি আরবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। বর্তমানে পর্যটন প্রধান দেশের তালিকায় গুরুত্বপূর্ণ নাম সৌদি আরব।

সাইয়েদাতি ম্যাগাজিনে প্রকাশিত এক রিপোর্ট বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সৌদি আরব বিশ্বের পর্যটন প্রধান দেশগুলোর মধ্যে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে। এর মাধ্যমে করোনাভাইরাসের সময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এক নম্বরে উঠে এসেছে সৌদি আরবের নাম।

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে অবস্থিত বাহা শহরকে দেশটির অন্যতম সেরা পর্যটন শহর হিসেবে গণ্য করা হয়। এটি অত্যন্ত নয়নাভিরাম ও পর্যটকদের জন্য আকর্ষণীয় এলাকা।

ইকতিশাফ আল বাহা ওয়েবসাইট এর প্রধান হানি রজব জানিয়েছেন, দেশী-বিদেশী পর্যটকদের জন্য অনন্য স্থান বাহা, কেননা এটি নৈসর্গিক সৌদর্যে ভরপুর।

বাহা শহরটি সৌদি আরবে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত। এর আশপাশে প্রধান শহরগুলোর মধ্যে উত্তরে তায়েফ, পূর্বে বিশা, দক্ষিণে আবহা এবং পশ্চিমে কানফজাহ। শহরটি প্রায় ৩৬ হাজার কিলোমিটার জুড়ে।

শহরটি সমুদ্র উপকূল থেকে ২২৫০ মিটার উপরে; তাই এখানকার আবহাওয়া সবসময় ভারসাম্যপূর্ণ থাকে।

বাহা  শহরটিতে অনেক ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান রয়েছে। যেগুলো অধিবাসীদের তাদের পূর্বপুরুষদের কথা স্মরণ করিয়ে দেয়।

এখানকার জায়গাগুলোকে বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়েছে। যেমন প্রাচ্যের সুইজারল্যান্ড, হিজাজের শহর ইত্যাদি।

এখানে ঐতিহাসিক বিভিন্ন জিনিস সংরক্ষণের জন্য জাদুঘর রয়েছে, যেখানে পুরোনো ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিভিন্ন জিনিস রাখা আছে।

বাহায় অনেকগুলো জঙ্গল আছে। এর মধ্যে রাগান জঙ্গলটি সবথেকে প্রসিদ্ধ। গ্রীষ্মকালে এর আবহাওয়া শীতল থাকে। এছাড়া ওখানে গাছপালা ও সবুজ প্রকৃতির দেখা মেলে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ