নুরুদ্দীন তাসলিম।।
গত ২০ জুলাই (মঙ্গলবার) ঈদের আগের দিন সবাইকে কাঁদিয়ে রবের ডাকে সাড়া দেন কলরবের জনপ্রিয় তরুণ নাশিদ শিল্পী মাহফুজুল আলম।
মায়াবী কন্ঠে হামদে বারী তা'আলা, নাতে রাসুল সা. ও বিভিন্ন ইসলামী সংগীতের মাধ্যমে দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন ছিলেন টগবগে তরুণ এই নাশিদ শিল্পী। হঠাৎ তার চলে যাওয়া হৃদপিন্ডে নাড়া দেয় পুরো দেশবাসী বিশেষত্ তরুণ সমাজকে।
মাহফুজুল আলমের মৃত্যুর পরে এখন কেমন আছে তার পরিবার?
৪ ভাই, ২বোন ও মাকে নিয়ে ছিল মাহফুজুর আলমের পরিবার। বাবা মারা গেছেন এক বছর আগে।
আওয়ার ইসলামকে তার ছোট ভাই মাহবুব আলম জানালেন, ভাইকে ছাড়া এবারের ঈদটা একেবারেই ফিকে কেটেছে। ঈদ ছিল, ‘আনন্দ ছিল’, কোরবানির পশু জবাইয়ে আত্মত্যাগের মহিমা ছিল, তবে মনের কোণে প্রিয় ভাইকে হারানোর ক্ষত একেবারে তাজা ছিল’।
[caption id="" align="alignnone" width="209"] মায়ের সাথে মাহফুজুল আলম। ছবি: সংগৃহীত।[/caption]
মাহবুব আলম কিছুটা ধরা গলায় বলছিলেন, বাবা মারা গিয়েছেন এক বছর হল, এর মাঝখানে আমরা গত ঈদে চার ভাই মিলে বাবার কবর জিয়ারত করেছিলাম। এবারও আমাদের প্ল্যান ছিল এমনই, কিন্তু আল্লাহ তায়ালার ইচ্ছে ছিল ভিন্ন কিছু,। তিন ভাই মিলে এবার জিয়ারত করতে হলো মাহফুজ ভাই ও বাবার কবর।
‘ঈদের আগে নিজের বাসার কাজ সম্পন্ন করেছিলেন ভাই। ঈদের পরেই বিয়ের কথা ছিল, মেয়ে দেখার বিষয়টিও মোটামুটি এগিয়ে ছিল, কিন্তু নিজের তৈরি বাসা দেখার আগেই ফিরতে হল আসল নীড়ে’-কেঁদে ফেলেন মাহফুজুল আলমের ছোট ভাই মাহবুব আলম।
পরিবার অনেকটা নির্ভর ছিল মাহফুজের ওপর। তাকে হারানোর ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি কেউ, এর মাঝেই মায়ের প্রচন্ড অসুস্থতা। সব মিলিয়ে প্রতিকূল অবস্থার মধ্যেই কাটছে সময়। তবে আল্লাহ তায়ালা সব খারাপ সময় পেরিয়ে ভালো সময় দেখাবেন-বলছিলেন মাহবুব।
বর্তমানে অসুস্থ মায়ের চিকিৎসার পুরো বিষয়টি কলরব পরিবারের পক্ষ থেকে দেখা হচ্ছে। মায়ের সুস্থতা ও ভাইয়ের রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন মাহফুজ আলমের পরিবার।
এনটি