আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নেতা মাওলানা জুনায়েদ কাসেমী জামিন পেয়েছেন।
আজ (২৮ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালত এই জামিন মঞ্জুর করেন বলে পরিবার সূত্রে জানা গেছে।জামিনের পর আজ সন্ধ্যায় সাতটায় ব্রাহ্মণবাড়িয়ার আদালত থেকে বের হয়ে বাসায় ফিরেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে তার পরিবারের এক সদস্য জানিয়েছেন, এর আগে গত ১ মে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মাওলানা জুনায়েদ কাসেমীকে নামের মিলের কারণে গ্রেপ্তার করেছে।
মাওলানা জুনায়েদ কাসেমীর বাড়ি কুমিল্লায়। তবে তিনি ব্রাহ্মণবাড়িয়ার মামলায় রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হোন। উত্তরা গাউসুল আজম মসজিদের ইমাম ছিলেন তিনি।
এমডব্লিউ/