বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


হজ নিষিদ্ধ করায় ইন্দোনেশিয়ানদের জন্য ওমরাহ স্থগিত করলো সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ ।।

সৌদি আরব ইন্দোনেশিয়ার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি ইন্দোনেশিয়ান হাজিদের জন্য উমরাহ স্থগিত করেছে দেশটি।

সৌদির পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক জানিয়েছেন যে, ইন্দোনেশিয়া থেকে প্রবাসীরা সরাসরি সৌদি আরবে আসতে এবং সৌদি থেকে ইন্দোনেশিয়াতেও কেউ ভ্রমণ করতে পারবেন না। যদি কেউ ইন্দোনেশিয়া থেকে সৌদি আরবে আসতে চান, তাদেরকে দু’সপ্তাহের জন্য অন্য কোনো দেশে কোয়ারিন্টিনে থাকতে হবে। তৃতীয় কোনো দেশে দু’সপ্তাহ কোয়ারিন্টিনে থাকার পর তারা সৌদি আরব আসতে পারবেন।

ইন্দোনেশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা দৈনিক বৃদ্ধির কারণে সৌদি নাগরিকদের প্রতি উদ্বেগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হলো।

একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, ইন্দোনেশিয়ার মহামারী পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয় ইতোমধ্যে ইন্দোনেশিয়ায় অবস্থানরত নাগরিকদের করোনাভাইরাস ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে দূরে থাকার এবং যত তাড়াতাড়ি সম্ভব সৌদিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে।

এর আগে ইন্দোনেশিয়া সফর শেষে মোট ৮ জন বিভিন্ন বয়সের সৌদি নাগরিক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। সৌদি আরব কোভিড -১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ না পাওয়া পর্যন্ত নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা করে একটি আইনও জারি করেছে।

উল্লেখ্য, গত সপ্তাহে ইন্দোনেশিয়া দৈনিক আক্রান্তের হারে ভারত ও ব্রাজিলকে অতিক্রম করে। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশটিতে দৈনিক গড়ে ৫০ হাজার জনের বেশি নতুন রোগী শনাক্ত ও দেড় হাজারের মতো মৃত্যু হচ্ছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ