বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


আজাদ জম্মু-কাশ্মীরে আবারো সরকার গঠনের পথে ইমরান খানের দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আনুষ্ঠানিক ও বেসরকারী ফলাফল অনুযায়ী আজাদ কাশ্মীরের নির্বাচনে ইমরান খানের দল পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) ২৫ টি আসন জিতে এগিয়ে রয়েছে। সে অনুযায়ী একক সরকার গঠনের অবস্থানে রয়েছে তারা।

রোববারের নির্বাচনে পাকিস্তান শাসিত কাশ্মীরে (আজাদ জম্মু-কাশ্মীর) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) এর জয় নিশ্চিত।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির মতে, নির্বাচন কমিশন আজাদ জম্মু কাশ্মীরের নির্বাচনের ৪৫ আসনের মধ্যে ৪৪ আসনের অনানুষ্ঠানিক ফল ঘোষণা করেছে। এর মধ্যে পিটিআই প্রায় ২৫টি আসনে বিজয় অর্জন করেছে। অন্য আসনগুলোতেও সুস্পষ্টভাবে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে তারা।

আজাদ জম্মু কাশ্মীর পার্লামেন্টে আসন সংখ্যা ৫৩টি। ৫ বছর মেয়াদী এই পরিষদের ভোটে ৩২ লাখ ভোটারের মধ্যে অর্ধেকের বেশি ভোট দিয়েছেন। মোট আসন ৫৩টি হলেও নির্বাচন হয়েছে ৩৩ আসনে আসনে।

সূত্রমতে, পিপিপি ৯ টি আসন এবং পিএমএল-এন ৬টি আসনে জয় লাভ করেছে। মুসলিম কনফারেন্স এবং জম্মু ও কাশ্মীর পিপলস পার্টি একটি একটি করে আসনে জয় লাভ করেছে।

১৯৭৫ সাল থেকে পাকিস্তানে ক্ষমতাসীন দলই আজাদ জম্মু কাশ্মীরের নির্বাচনে জয়ী হয়ে আসছে। বিশ্লেষকরা কয়েক দশক ধরে এই ধারায় কোনো পরিবর্তন দেখতে পারছেন না। রোববার নির্বাচনের শুরুতে সেখানে বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সংঘর্ষ দেখা দেয়। এতে সেনাবাহিনী তলব করা হয়। কয়েক ঘন্টার জন্য কয়েক ডজন ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

স্থানীয় সম্প্রচার মাধ্যম এক্সপ্রেস নিউজের মতে, কোটলিতে একটি নির্বাচন কেন্দ্রে পিটিআই এবং পিপিপির মধ্যে সশস্ত্র সংঘর্ষে কমপক্ষে দু’জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। নিহতরা পিটিআইয়ের কর্মী বলে জানানো হয়েছে।

এ ছাড়া সংঘর্ষ হয়েছে মুজাফফরাবাদ, মিরপুর, বাগ ও রাওয়ালকোট এলাকায়। প্রধান নির্বাচন কমিশনার আবদুল রশিদ সালেহরিয়া বলেছেন, যেসব স্থানে আইন শৃংখলার অবনতি হয়েছে, সেখানে সেনা পাঠানো হয়েছে।

৪৫ টি আসনে ৩২ টি রাজনৈতিক ও ধর্মীয় দলের কমপক্ষে ৭০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আটটি সংরক্ষিত আসনের মধ্যে ৫টি আসন নারীদের এবং বাকি তিনটির একটি করে ধর্মীয় বিজ্ঞজন, টেকনোক্র্যাট এবং কাশ্মীর দেখাশোনা করবে এমন ব্যক্তির জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এসব পদে মনোনয়ন দেয়া হবে নির্বাচনের পরে।

৪৫টি সাধারণ আসনের মধ্যে ১২ টি আসন কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত- যারা ১৯৪৭ এবং ১৯৬৫ সালে ভারত শাসিত কাশ্মীর থেকে সেখানে গিয়েছেন এবং পাকিস্তানের বিভিন্ন অংশে বসবাস করছেন। ফলে মূল নির্বাচন হয়েছে ৩৩টি আসনে। ৭০০ প্রার্থীর মধ্যে ২০ জন নারী প্রার্থী। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ