নুরুদ্দীন তাসলিম।।
হজের আনুষ্ঠানিকতা শেষে মসজিদুল হারামে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্প্রে করার কাজ চালু রয়েছে। এই কাজের জন্য ২৪ ঘন্টায় চার হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে।
মসজিদুল হারামে পরিষ্কার-পরিছন্নতা বিষয়ক কাজের পরিচালক জাবের আল আওদানী আল আরাবিয়া ডট নেটকে জানিয়েছেন, মসজিদুল হারাম, বাইরের উঠোন ও আশপাশের এলাকাগুলো দিনে দশবার পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য স্বেচ্ছাসেবীরা ২৪ ঘন্টায় তিন শিফটে ভিন্ন ভিন্ন ইউনিফর্মে কাজ করছেন।
মসজিদুল হারাম পরিচ্ছন্ন ও স্প্রে করতে পরিবেশবান্ধব উপাদান ব্যবহার করা হচ্ছে।
মসজিদুল হারাম ধোয়ার জন্য ৬০ হাজার লিটার জীবাণুনাশক উপাদান এবং ১২শ’ লিটার ফ্রেশনার ব্যবহার করা হচ্ছে। এছাড়াও পরিষ্কার করতে ৪৭০ টি মেশিন ও সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে।
আল আওদানী আরো বলেন, মসজিদুল হারাম পরিষ্কারের সময় মাতাফ, রুকনে ইয়ামানী, মুলতাজিম, খানায়ে কাবার আশপাশ, মসজিদে হারামের লাউড স্পিকারগুলোও প্রত্যেকদিন পরিষ্কার করা হয়।
সূত্র: আল আরাবিয়া।
এনটি