সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

আল্লামা ভাদেশ্বরী রহ.'র সংক্ষিপ্ত জীবনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাকি হাসান।।

আল্লামা সা’দুদ্দীন ভাদেশ্বরী রহ. হক ও ন্যায়-নীতির ওপর অবিচল এক নিষ্ঠাবান আলেম ছিলেন। দরস-তাদরিস ও আত্মশুদ্ধির লাইনে সারা জীবন মেহনত করে গেছেন। অসংখ্য মুহাদ্দিস ও আলেম তৈরি করে গেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আলেম সমাজে।

জন্ম:
শায়খুল হাদীস আল্লামা সা’দুদ্দীন ভাদেশ্বরী রহ. ৮ই শ্রাবণ ১৩৪৯ বাংলা শুক্রবার সিলেটের গোপালগঞ্জ থানার ভাদেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবন:

বাবা-মায়ে কাছেই আল্লামা সা’দুদ্দীন ভাদেশ্বরী রহ. -এর পড়ালেখার হাতেখড়ি। প্রাথমিক শিক্ষা অর্জন করেন সিলেটের প্রাচীনতম ঐতিহ্যবাহী দারুল উলূম দেউলগ্রাম মাদরাসায়। তারপর কিছুদিন ঢাকা দক্ষিণ মাদরাসায়ও পড়াশোনা করেন। এরপর বাবা-মায়ের নির্দেশনায় শাইখুল হাদীস আল্লামা নূরউদ্দিন আহমদ গহরপুরী রহ. প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া গহরপুরে ভর্তি হন। সেখানে নাহবেমীর ও হেদায়াতুন্নাহু পড়েন। এ সময়  সিলেট এদারা বোর্ডের অধীনে হেদায়াতুন্নাহু জামাতে কেন্দ্রীয় পরীক্ষায় মেধাতালিকায় ১ম স্থান অর্জন করেন তিনি।

কাফিয়া থেকে মিশকাত পর্যন্ত ময়মনসিংহের বালিয়া মাদরাসায় পড়ালেখা করেন। ১৩৮৭ হিজরীতে আল্লামা গহরপুরী নিকট হাদীসের দীক্ষা নিতে জামিয়া গহরপুরে তাকমীল ফিল হাদীসে ভর্তি হন। তিনি প্রখর মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী ছিলেন। বার্ষিক পরীক্ষায় তাকমীল ফিল হাদীসে গড়ে ৯৯.৫০ পেয়ে ঈর্ষনীয় ফলাফল অর্জন করেন।

কর্মজীবন:

আল্লামা গহরপুরী রহ. তাঁর প্রখর মেধা, ইলমী যোগ্যতা, আত্মত্যাগ ও ইখলাস, আমল-আখলাক এবং দায়িত্ব সচেতনতা দেখে শিক্ষাজীবন সমাপ্তির পরই ১৩৮৮ হিজরীতে জামিয়া গহরপুরে শিক্ষক হিসেবে নিয়োগ দেন। সাবলীল উপস্থাপনা ও সর্ববোধগম্য দরস প্রদানে তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। জামিয়া গহরপুরে তিনি দীর্ঘদিন শিক্ষা-সচিবের দায়িত্ব পালন করেছেন। ২৯ জানুয়ারী ২০১৯ ইংরেজ জামিয়া গহরপুরে তাঁকে শাইখুল হাদীসের পদে নিয়োগ প্রদান করা হয়।

ইজাজত লাভ:

১৪১৬ হিজরীর ২৯শে রমজান বাদ ফজর আল্লামা গহরপুরী রহ. জামিয়ার মসজিদে তাকে খেলাফত প্রদান করেন।

যাদের পরশে ধন্য:

শাইখুল হাদীস আল্লামা নূর উদ্দিন আহমদ গহরপুরী রহ.,মাওলানা আব্বাস আলী খাঁপুরী রহ.,মাওলানা গিয়াসুদ্দিন রহ.(পীর সাহেব বালিয়া), মাওলানা ফয়জুল হক্ব কানাইঘাটী রহ. প্রমূখ।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ