নুরুদ্দীন তাসলিম।।
হজ পালনের জন্য মক্কা মুকাররমায় পৌঁছেছেন ৬০ হাজার হাজি। মসজিদে হারামে পৌঁছে তারা তাওয়াফে কুদুম করেছেন।মহামারী কালের দ্বিতীয় এই হজে শুধুমাত্র তারাই অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন যারা ভ্যাকসিন নিয়েছেন।
হজে আসা ইবাদতকারীদের করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে কঠোর স্বাস্থ্যবিধি ও সব ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করেছে সৌদি কর্তৃপক্ষ। হজের দিনগুলোতে অনুমতি ছাড়া কেউ মসজিদে হারাম এবং তার আশপাশের অঞ্চলে (আরাফাহ, মিনা, মুজদালিফা) প্রবেশ করতে পারবে না বলে কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব।
সৌদি সরকারের পক্ষ থেকে এ বছরও শুধুমাত্র সৌদি নাগরিক ও সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের হজ পালনের অনুমতি দেয়া হয়েছে। এই অনুমতির অধীনে ৬০ হাজার ভাগ্যবান হজ আদায়ের সৌভাগ্য লাভ করবেন।
গত বছর সৌদি সরকারের কঠোর বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধির মধ্যে পালিত হয়েছিল হজ। হজের আনুষ্ঠানিকতা শেষে কারো মাঝে করোনা শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে হজ সীমাবদ্ধ করার কারণে পুরা বিশ্বের মুসলমানদের মাঝে ক্ষোভ প্রকাশ তৈরি হয়েছে।
এ বছর ৬০ হাজার জনকে হজের অনুমতি দেওয়া হয়েছে যা ২০২০ সালের তুলনায় বেশি, তবে অন্যান্য সময়ের তুলনায় একেবারেই কম।
আগামী সোমবার ১৯ জুলাই থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিক কার্যক্রম।
[caption id="" align="alignnone" width="410"] মসজিদে হারামে পৌঁছেন হাজিরা[/caption]
[caption id="" align="alignnone" width="416"] তাওয়াফে কুদুমে হাজিদের কাফেলা।[/caption]
[caption id="" align="alignnone" width="376"] এ বছর হজ পালন করবেন সৌদেতে বসবাসরত ৬০ হাজার সৌভাগ্যবান।[/caption]
[caption id="" align="alignnone" width="363"] মসজিদুল হারামে হাজিদের প্রথম কাফেলা।[/caption]
[caption id="" align="alignnone" width="362"] একাগ্রচিত্তে রবের দরবারে মনের আকুতি জানাচ্ছেন এক তাওয়াফকারী।[/caption]
[caption id="" align="alignnone" width="369"] তাওয়াফে কুদুমে হাজিদের কাফেলা।[/caption]
[caption id="" align="alignnone" width="377"] তাওয়াফে কুদুমে হাজিদের কাফেলা।[/caption]
[caption id="" align="alignnone" width="380"] মসজিদুল হারামে দায়িত্বরত কর্মীরা কাজ করছেন।[/caption]
[caption id="" align="alignnone" width="369"] মক্কায় আসতে শুরু করেছেন হাজিরা।[/caption]
[caption id="" align="alignnone" width="381"] গরমের তীব্রতা থেকে রক্ষা পেতে ছাতা ব্যববহার করছেন এক তাওয়াফকারী।[/caption]
[caption id="" align="alignnone" width="401"] মক্কা মুকাররমার নিকটবর্তী মিনাতে তাবু টানানো হয়েছে।[/caption]
[caption id="" align="alignnone" width="410"] মসজিদুল হারামের বাইরে তাওয়াফকারীরা কবুতরকে খাবার দিচ্ছেন।[/caption]
এনটি