আন্তর্জাতিক ডেস্ক: সাইদ ইয়াহইয়া মুসা ইজ্জুদ্দীন অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেনিনের আরাবেহ শহরের বাসিন্দা। বুধবার ইসরাইলি কারাগারে বন্দিত্বের ১৮ বছর পার করলেন তিনি।
জেনিনে কারাবন্দীদের সংগঠন দ্য প্রিজনার ক্লাব ইন জেনিনের পরিচালক মোনতাসের সামমোর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ২০০৩ সাল থেকে সাইদ ইসরাইলি কারাগারে বন্দী রয়েছেন। ইসরাইলি আদালতের দেয়া ২১ বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি।
কয়েক মাস আগে বাবার মৃত্যু হলেও সাইদকে তার বাবার জানাজায় উপস্থিতির সুযোগ দেয়া হয়নি।
সূত্র: ফিলিস্তিনি সংবাদমাধ্যম
এনটি