আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে আন্তর্জাতিক জোতির্বিজ্ঞান কেন্দ্র। এক্ষেত্রে আগামী ২০ জুলাই বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে ইদুল আজহা উদযাপিত হবে।
সংযুক্ত আরব-আমিতের সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত ওদেহ যিনি আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক হিসেবে কাজ করছেন। তিনি বলেন, ১০ জুলাই শনিবার ১৪৪২ হিজরি জিলহজ মাস শুরু হচ্ছে। আর আগামী ১৯ জুলাই আরাফার দিন এবং ২০ জুলাই ঈদুল আজহা পালিত হবে।
তবে এ বছর করোনাভাইরাসের সংক্রমণের কারণে সীমিত পরিসরে হতে যাচ্ছে পবিত্র হজ। বিধিনিষেধ মেনে শুধু মাত্র সৌদি আরবের নাগরিকরা টিকা নিয়ে হজে অংশ নিতে পারবেন।
মুসলমানদের সবচেয়ে বড় দুটি উৎসব ঈদুল উল-ফিতর এবং ঈদুল আজহা। এই দুইটি উৎসব চাঁদ দেখার উপর নির্ভরশীল।
-এটি