রাজশাহী শহরে সর্বাত্মক লকডাউনের সময়সীমা বাড়িয়ে ২৪ জুন পর্যন্ত করা হয়েছে। বুধবার (১৬ জুন) রাত ৮টায় সার্কিট হাউসে করোনা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সভায় সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আবদুল জলিল, জেলার সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক প্রমুখ অংশ নেন।
সভা শেষে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, পাড়া-মহল্লায় বাড়িতে বাড়িতে এখন করোনা রোগী। প্রথমে সাতদিন লকডাউন দিয়েও আশাব্যঞ্জক কোন উন্নতি হয়নি। তাই আরও সাতদিন লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ২৪ জুন পর্যন্ত রাজশাহী মহানগর লকডাউন থাকবে।
জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, মহানগরে লকডাউন। কিন্তু নগরের সঙ্গে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে, তাই জেলাটাও অঘোষিতভাবে লকডাউনের ভেতরে চলে আসছে। তিনি জানান, লকডাউন চলাকালে নগরীতে শুধু জরুরি সেবার অফিস খোলা থাকবে। অন্য সব অফিস-আদালত বন্ধ থাকবে।
জেলা প্রশাসক জানান, লকডাউন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের যে নির্দেশনা আছে ব্যাংকগুলোর ক্ষেত্রে সেই নির্দেশনা প্রযোজ্য হবে। নগরীর সব মার্কেট, দোকানপাট, বিনোদন কেন্দ্র, হোটেল, রেস্তোরাঁ সব বন্ধ থাকবে। রেস্তোরাঁ থেকে খাবারের পার্শ্বেল সার্ভিসও বন্ধ থাকবে। জরুরি ছাড়া রাজশাহী মহানগরে সব ধরনের গণপরিবহন প্রবেশ নিষিদ্ধ।
-এএ