বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

মাওলানা রুহুল আমিন হাশেমীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়ার বিশিষ্ট আলেম মাওলানা রুহুল আমিন হাশেমী ইন্তেকাল করেছেন। বুধবার (১৬ জুন) বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা এবং ১ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি কুমিল্লা জেলার প্রখ্যাত আলেমে দ্বীন ও মুফাসসিরে কুরআন মাওলানা আবুল হাশেম রহ.-এর বড় সাহেবজাদা ছিলেন। তিনি নিজ এলাকায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

গতকাল বুধবার রাত ৯টায় বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। জানাজার নামাজে ইমামতি করেন দেশবরেণ্য আলেম মাওলানা মুফতি মুশতাকুন্নবী কাসেমী।

জানাজাপূর্ব সমাবেশে মরহুমের স্মৃতিচারণ করেন- জৈনপুরের পীর সাহেব মাওলানা আয়াজ আহমেদ সিদ্দিকী, ধামতীর পীর মাওলানা শাহ মুহাম্মদ বাহাউদ্দিন আহমেদ, সমাজ সেবক মাওলানা আলী আশরাফ খান, দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন সরকার, চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, মাদরাসায়ে আশরাফুল উলুম ময়নামতির মুহতামিম মাওলানা আনিসুর রহমান আশরাফী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক সচিব ইঞ্জিনিয়ার আলী আকবর, ১৫ নং বরকামতা ইউনিয়নের চেয়ারম্যান মুহা. নুরুল ইসলাম, শিক্ষানুরাগী এ টি এম মুজিবুল হক বিএসসি, মরহুমের ছোট ভাই বিশিষ্ট চিকিৎসক ডা. মুহা. নূরুল্লাহ এবং মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী, মরহুমের একমাত্র ছেলে মুহা. মোতাসিম বিল্লাহ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ