আওয়ার ইসলাম ডেস্ক: করোনার সংক্রমণ ঠেকাতে কুষ্টিয়ার মিরপুর পৌর এলাকায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৬ জুন) সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তিতে কঠোর এ বিধিনিষেধ জারি করা হয়।
জরুরি সেবা ছাড়া পৌর এলাকায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখাসহ কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ওই গণবিজ্ঞপ্তিতে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস বলেন, চলমান বিধিনিষেধে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের চলাচল ছাড়া সংশ্লিষ্ট এলাকাতে জনসাধারণ ও অন্যান্য পণ্যের চলাচলে বিধিনিষেধ অব্যাহত থাকবে। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের বাইরে এবং জনসমক্ষে সকলকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মাঠে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী। বিধিনিষেধে সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।
মোটরসাইকেলে একজন ও ইজিবাইকে দুইজনের বেশি যাত্রী বহন করা যাবে না। সব ধরনের গণজমায়েত, সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ করা হয়েছে। হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না। বিনা কারণে সন্ধ্যা ৬টার পরে ঘরের বাইরে আসা যাবে না।
-এএ