বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

করোনা সংক্রমণ রোধে রাজশাহীতে মসজিদভিত্তিক কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে রাজশাহী মহানগরে মসজিদভিত্তিক জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে সিটি করপোরেশন।

সোমবার (১৪ জুন) সেভ দ্য চিলড্রেন ও ইউএস সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের (সিডিসি) সার্বিক সহযোগিতায় মহানগরীতে জনসমাগম বেশি হয় এমন পাঁচটি গুরুত্বপূর্ণ মসজিদে দুই মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে।

এই কার্যক্রমের আওতাভুক্ত পাঁচটি মসজিদ হলো- বাইতুল ফালাহ জামে মসজিদ, হযরত শাহ মখদুম (রহ.) মাজার শরীফ মসজিদ, মোহাম্মদপুর টিকাপাড়া জামে মসজিদ, রাজশাহী মেডিক্যাল কলেজ জামে মসজিদ ও মহিষবাথান কেন্দ্রীয় মসজিদ।

কার্যক্রমের অংশ হিসেবে এই মসজিদগুলোতে ১০ জন স্বেচ্ছাসেবক করোনা ভাইরাস মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সরকার নির্দেশিত বিভিন্ন বার্তার মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করবেন।

একই সঙ্গে নির্ধারিত মসজিদগুলোতে ৫শ’ বক্স মাস্ক, ৭৫০ পিস সাবান ও ২০০ পিস হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে। পাশাপাশি মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে করোনা ভাইরাস সম্পর্কিত চারশ’ জনসচেতনতামূলক ফেস্টুন টাঙানো ও হ্যান্ড মাইকিং করা হবে।

এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমের উদ্যোগের প্রশংসা করে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, করোনার মোকাবিলায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। তাই এই মহামারি থেকে নিজেকে, পরিবারকে ও দেশকে রক্ষা করতে হলে অবশ্যই সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মানতে হবে।

ভবিষ্যতে সেভ দ্য চিলড্রেন ও ইউএস সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের (সিডিসি) সঙ্গে আরও বড় আকারে যৌথভাবে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ