রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


আবারো দুই সপ্তাহের লকডাউনে মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মালয়েশিয়ায় ফের বাড়ল লকডাউনের সময়সীমা। আন্দোলন নিয়ন্ত্রণ আদেশে (এমসিও ৩.০) ১৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে লকডাউন।

এক বিবৃতিতে দেশটির সিনিয়র সুরক্ষা মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব বলেছেন, দৈনিক কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে; যা এখনো ৫ হাজারের বেশি সংক্রমিত।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিনের সভাপতিত্বে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) পরামর্শের ভিত্তিতে জাতীয় সুরক্ষা কাউন্সিলের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে মালয়েশিয়ায় একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৮৪ জন। এ নিয়ে দেশটিতে প্রাণ হারিয়েছেন মোট ৩ হাজার ৭৬৮ জন। একদিনে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৪৯ জন। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৪১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৩ হাজার ৭৭৯ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ